Biswajit Chatterjee's Health Update

বৃষ্টিতে ভিজে পুজোর কাজ, অসুস্থ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?

মুম্বইয়ে বৃষ্টির কামাই নেই। অঝোরে ঝরছে প্রতি দিন। সেই বৃষ্টি মাথায় নিয়েই পুজোর কাজ সামলাতে হচ্ছে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২১
Share:

অসুস্থ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বর্ষণমুখর মুম্বই। অবিরাম বৃষ্টিপাতে শহর প্রায় ডুবতে বসেছে। এ দিকে, শারদীয়া দোরগোড়ায়। সাধারণ থেকে তাবড় তারকা দেবী দুর্গার আরাধনায় মাতবেন। নাছোড় বৃষ্টি তাঁদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তালিকায় অন্যতম, বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। নিজের পুজোয় যাতে ত্রুটি না থাকে, তার জন্য বৃষ্টি মাথায় করে কাজ করছেন। যার জেরে ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি।

Advertisement

এখন কেমন আছেন অভিনেতা? খবর জানতে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। “জ্বর রয়েছে। শরীর দুর্বল”, বার্তায় লিখে জানিয়েছেন বিশ্বজিৎ। জুহু স্কিমে তাঁর বিশাল বড় পুজো। “দফায় দফায় তার বৈঠক করছি। কে, কোন দায়িত্বে থাকবেন, সে সব ঠিক করা হচ্ছে। এই সব করতে গিয়েই জলে ভিজছি। বয়স হয়েছে তো, শরীর তাই বেগড়বাই করছে”, হাসতে হাসতে দাবি তাঁর।

তাঁর আশা, বিশ্রাম আর চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবেন। প্রতি বছর এ ভাবেই নিজে দাঁড়িয়ে পুজোর সব কাজ করান। এ বছরেও সেই কাজে বাধা পড়বে না। বিশ্বজিতের পুজোর হাতেখড়ি রানি মুখোপাধ্যায়ের বাড়ির পুজো দিয়ে। অনেকগুলো বছর শশধর মুখোপাধ্যায়ের বাড়ির পুজোর তিনি ছিলেন সহ-সভাপতি। একবার অভিনেতার মেয়ে সম্ভবী খুব অসুস্থ হয়ে পড়েন। তখন বিশ্বজিতের স্ত্রী ইরা চট্টোপাধ্যায়, মা দুর্গার কাছে মানত করেছিলেন, মেয়েকে সুস্থ করে দিলে পুজো করবেন। সেই থেকে বিশ্বজিতের নিজের পুজো শুরু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement