Shreeram Lagoo

মারা গেলেন কিংবদন্তি অভিনেতা শ্রীরাম লাগু

হিন্দি ছবির পাশাপাশি মারাঠি এবং গুজরাতি ছবিতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, মারাঠি নাটক 'নটসম্রাট'-এ তাঁর চরিত্র ভীষণভাবে প্রশংসিত হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ০০:৩৯
Share:

শ্রীরাম লাগু।

মারা গেলেন কিংবদন্তি অভিনেতা, থিয়েটারকর্মী শ্রীরাম লাগু। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

১৯২৭ সালের ১৬নভেম্বর মহারাষ্ট্রের সাতারার্তে জন্ম হয় শ্রীরামের। প্রায় একশোরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। হিন্দি ছবির পাশাপাশি মারাঠি এবং গুজরাতি ছবিতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, মারাঠি নাটক 'নটসম্রাট'-এ তাঁর চরিত্র ভীষণভাবে প্রশংসিত হয়েছিল।

'গাঁধী' ছবিতে গোপাল কৃষ্ণ গাঁধীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisement

আরও পড়ুন: কলকাতার আকাশে ভেসে বেড়াল স্কাই বেলুন, কেয়ার অব ‘শঙ্কু...’

১৯৭৪ সালে 'ঘারোন্দা' ছবিতে তুখোড় অভিনয়ের জন্য তাঁর ঝুলিতে আসে বেশ কয়েকটি নামি দামী পুরস্কার।

আরও পড়ুন: চুপ কেন? জামিয়া নিয়ে কড়া প্রশ্নের মুখে শাহরুখ-সলমন-রণবীরেরা

তাঁর মৃত্যুতে সিনে দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এ দিন টুইটারে লাগুর উদ্দেশে শোকবার্তা জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement