এ বার গল্পকার সৌমিত্র

ছবিতে সৌমিত্রর আত্মপ্রকাশ ‘সৌমিত্র চট্টোপাধ্যায়’ হিসেবেই। দর্শকের সামনে তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন গল্পকার হিসেবে। ছবির চরিত্র গল্পকার সৌমিত্রের লেখা তিনটি ছোট গল্পেই বাঁধা হয়েছে চিত্রনাট্য। প্রতিটি গল্প শেষ হওয়ার পর পরদায় আবির্ভাব ঘটবে সৌমিত্রর।

Advertisement

মধুমন্তী পৈত চৌধুরী

শেষ আপডেট: ৩০ মে ২০১৭ ১১:৩০
Share:

সৌমিত্র

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোনও ভূমিকার দরকার হয় না। আবৃত্তিকার সৌমিত্রও বাঙালির মননে উচ্চ আসনে অধিষ্ঠিত। এ বার তিনি গল্পকারের চরিত্রে। পরিচালক বিশ্বজিৎ মুখোপাধ্যায়, ডি কমল এবং জি শান্তনুর ছবি ‘প্রয়াস’-এ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ধরা দেবেন লেখকের বেশে। অভিনয়ের পাশাপাশি লেখালেখির জগতেও তিনি যে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন, পরিচালকমণ্ডলী সেই দিকটাই ছবিতে তুলে ধরতে চেয়েছেন।

Advertisement

ছবিতে সৌমিত্রর আত্মপ্রকাশ ‘সৌমিত্র চট্টোপাধ্যায়’ হিসেবেই। দর্শকের সামনে তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন গল্পকার হিসেবে। ছবির চরিত্র গল্পকার সৌমিত্রের লেখা তিনটি ছোট গল্পেই বাঁধা হয়েছে চিত্রনাট্য। প্রতিটি গল্প শেষ হওয়ার পর পরদায় আবির্ভাব ঘটবে সৌমিত্রর। অনেকটা সূত্রধরের মতো। ছবিতে দেখানো তিনটি গল্পই আবর্তিত হচ্ছে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নটিকে সামনে রেখে। সম্পর্ক বৈবাহিক হোক বা বিবাহ-বহির্ভূত, প্রতিটি ক্ষেত্রেই মহিলাদের প্রতি সমাজের যে একচোখামি, তার বিরুদ্ধে মেয়েদের লড়াই এই ছবির মূল বিষয়।

পরিচালক বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের কথায়, ‘‘ছবিটি একটি সদর্থক বার্তা দিয়েছে। মহিলারা এই ছবি দেখে অনুপ্রাণিত হবেন বলেই আমরা আশা রাখি।’’ ছবির অন্য কলাকুশলী থিয়েটার থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement