Veteran Actor Hospitalised

শুটিংয়েই অসুস্থ, হাসপাতালে ‘নিম ফুলের মধু’র ‘অখিলেশ জেঠু’! কী হয়েছে সুব্রত গুহ রায়ের?

সেটে দিব্য শুটিংয়ে ব্যস্ত ছিলেন। আচমকা অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা। হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। কী বলছেন চিকিৎসকেরা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১২:১৭
Share:

হাসপাতালে অভিনেতা সুব্রত গুহ রায়। ছবি: ফেসবুক।

দীপাবলির দিন শুটিং ছিল ধারাবাহিক ‘পরিণীতা’র। সকাল থেকে সেটে ছিলেন সুব্রত গুহ রায়ও। নির্দিষ্ট সময় পর্যন্ত শুটিং করেন। বাড়ি ফিরে ভাত খেয়ে ওঠার পরেই তীব্র পেটে ব্যথা। হাসপাতালে ভর্তি হতে হয়েছে ধারাবাহিক ‘নিমফুলের মধু’র জনপ্রিয় ‘অখিলেশ জেঠু’কে।

Advertisement

হাসপাতাল থেকেই বর্ষীয়ান অভিনেতা কথা বলেছেন আনন্দবাজার ডট কমের সঙ্গে। অভিনেতা বলেছেন, “আমার পরিবারের অনেকেই চিকিৎসক। মাঝেমধ্যে আমার স্ত্রী বা আমি এই সমস্যায় ভুগি। বিশেষ করে খাওয়া-দাওয়ার অনিয়ম হলে। ভেবেছিলাম সে রকমই কিছু।” খাওয়া-দাওয়ার পর বিশ্রাম নিতে যান তিনি। শোয়ার পরেই পেটে ব্যথা বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে অভিনেতা যোগাযোগ করেন চিকিৎসক ভগ্নিপতির সঙ্গে। তিনি একটি ইঞ্জেকশন নেওয়ার পরামর্শ দেন সুব্রতকে। পাশাপাশি, হাসপাতালে ভর্তি হওয়ার কথাও বলেন।

ইঞ্জেকশন নেওয়ার পরেই যদিও ব্যথা কমে গিয়েছিল তাঁর। তবু ঝুঁকি নিতে চাননি বর্ষীয়ান অভিনেতা। বললেন, “হাসপাতালের চিকিৎসক জানান, কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। মঙ্গলবার সিটি স্ক্যান হয়েছে। এখনও কিছু ধরা পড়েনি।” কয়েকটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাঁকে। স্যালাইন চলছে। তরল খাবার দেওয়া হয়েছে।

Advertisement

হাসপাতাল থেকে কবে ছুটি পাবেন সুব্রত? বর্ষীয়ান অভিনেতার কথায়, “আপাতত আরও দিন দুই হয়তো থাকতে হতে পারে। চিকিৎসকেরা যাবতীয় পরীক্ষা করে নিতে চাইছেন।” ইতিমধ্যেই ফোনের পর ফোন আর সুস্থ হয়ে ওঠার বার্তায় ভাসছেন তিনি। বললেন, “দর্শক আমায় খুব ভালবাসেন। কেউ জেঠু, কেউ দাদু ডাকেন। দিন দুই শুটিং করতে পারব না। ওঁরা খুঁজবেন, ‘দাদু কোথায় গেল!’ সেই জন্যই সমাজমাধ্যমে সকলকে আমার অবস্থা জানালাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement