Sharmila Tagore

শর্মিলা শোনেননি তাঁর মায়ের কথা! চিকিৎসকের কথা শুনেই অসুস্থ হয়ে পড়েছিলেন পুত্র সইফ

শর্মিলা কথায় কথায় জানালেন, তখন সইফ মায়ের কথার কোনও গুরুত্বই দেননি। বরং ছেলের স্বাস্থ্যের কথা ভেবে চিকিৎসকের নির্দেশ মেনে নিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৬:৩৮
Share:

শর্মিলার কোন কথা শোনেননি সইফ? ছবি: সংগৃহীত।

জীবন তাঁর কাছে শিক্ষক। শর্মিলা ঠাকুর আনন্দবাজার ডট কমের বিশেষ সাক্ষাৎকারে বললেন, “খুব তাড়াতাড়ি জীবন যা শেখাতে চাইছে, তা শিখে নিতে হয়। দেরি করলে এক জায়গাতেই মানুষ আটকে থাকে।” কেন এমন বললেন তিনি? বিশদে জানতে চাওয়ায় ৮০ বছরের শর্মিলা ফিরে গেলেন পুরনো দিনে। বললেন, “চিকিৎসক আমাকে পরামর্শ দিলেন ছোট্ট সইফকে এক চামচ ফলের রস খাওয়াতে।” এই কথা শুনে মা বলেছিলেন, “ফলের রসের সঙ্গে একটু জল মিশিয়ে খাওয়াতে।”

Advertisement

শর্মিলা কথায় কথায় জানালেন, তখন তিনি মায়ের কথার কোনও গুরুত্বই দেননি। বরং ছেলের স্বাস্থ্যের কথা ভেবে চিকিৎসকের নির্দেশ মেনে নিয়েছিলেন। শর্মিলা জানালেন, তার পর থেকেই সইফের পেটের সমস্যা দেখা দেয়। সইফ অসুস্থ হয়ে পড়ে। শর্মিলা এই ঘটনার উল্লেখ করে বললেন, “মায়ের কথা শুনলেই ঠিক হত। মা-ঠাকুমার কাছ থেকেই জীবনের বহু কিছু শিখেছি আমি।”

সম্প্রতি মুক্তি পেয়েছে শর্মিলার ছবি ‘পুরাতন’। বহু দিন পরে বাংলা ছবিতে ফিরেছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন মহলে ছবি প্রশংসা পাচ্ছে। শাশুড়ির ছবি দেখে অনুভূতি প্রকাশ করেছেন পুত্রবধূ করিনা কপূর খানও। সুদূর নিউ ইয়র্ক থেকে শর্মিলার ছবির প্রশংসা করেছেন প্রিয়ঙ্কা চোপড়াও। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের মায়ের চরিত্রে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রীকে। ছবিতে তুলে ধরা হয়েছে মা ও মেয়ের রসায়ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement