Entertainment News

ক্যানসারের চতুর্থ স্টেজে অভিনেতা টম অল্টার, ভর্তি হাসপাতালে

মার্কিন বংশোদ্ভূত এই ভারতীয় অভিনেতা ১৯৭৬-এ ধর্মেন্দ্রর ‘চরস’ ছবিতে প্রথম বলিউডে পা রাখেন। এর পর অসংখ্য হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৫৯
Share:

টম অল্টার। ছবি— সংগৃহীত।

ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেতা টম অল্টার। টেলিভিশন, হিন্দি সিনেমা এবং থিয়েটার জগতে অত্যন্ত জনপ্রিয় এই অভিনেতার বয়স এখন ৬৭ বছর। সোমবার প্রবীণ অভিনেতার ছেলে জেমি অল্টার বাবার অসুস্থতার কথা জানিয়েছেন। গত এক সপ্তাহ ধরে মুম্বইয়ের সইফি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা।

Advertisement

আরও পড়ুন, জর্ডন সফর নিয়ে ট্রোলিংয়ের উত্তরে কী বললেন প্রিয়ঙ্কা

আরও পড়ুন, বলিউডের নতুন নায়ক সানি দেওলের ছেলে কর্ণ

Advertisement

আইএএনএস-কে ফোনে জেমি জানিয়েছেন, গত বছর থেকেই চর্মরোগে ভুগছিলেন টম। প্রথমে ক্যান্সার ধরা পড়েনি। কিছু দিন আগেই ফের শুরু হয় সমস্যা। ধরা পড়ে ক্যানসারের চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি। তবে চিকিত্সায় ভাল সাড়া দিচ্ছেন টম।

মার্কিন বংশোদ্ভূত এই ভারতীয় অভিনেতা ১৯৭৬-এ ধর্মেন্দ্রর ‘চরস’ ছবিতে প্রথম বলিউডে পা রাখেন। এর পর অসংখ্য হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘গাঁধী’, ‘আশিকি’, ‘ক্রান্তি’, ‘বীর-জারা’-র মতো বহু ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজড় কেড়েছে। বাংলা ছবি ‘কৈলাসে কেলেঙ্কারি’-তেও অভিনয় করেছেন টম। জনপ্রিয় ধারাবাহিক ‘শক্তিমান’-এ ব্যাপক ভাবে সাড়া ফেলেছিল তাঁর অভিনয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন