Veteran Bollywood Actresses

অমিতাভকে ভেবে চরিত্র তৈরি হয়, তাঁদের জন্য কেন নয়? প্রশ্ন আশার, সমর্থন তনুজার

এক সময়ে ইন্ডাস্ট্রিতে তাঁরা চুটিয়ে অভিনয় করেছেন। এখনও নতুন চরিত্রের চ্যালেঞ্জ নিতে পিছপা নন আশা পারেখ এবং তনুজা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৩:৫৭
Share:

নতুন ধরনের চরিত্রের অপেক্ষায় রয়েছেন আশা পারেখ এবং তনুজা। — ফাইল চিত্র।

হিন্দি ছবিতে একাধিক বৈগ্রহিক চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। আশা পারেখ এবং তনুজা এখনও অবসর গ্রহণের বিপক্ষে। সম্প্রতি একটি চ্যাট শোয়ে এসেছিলেন তাঁরা। সেখানে অভিনয় জীবন নিয়ে কথা বলার পাশাপাশি, ইন্ডাস্ট্রির বিবিধ বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন আশা এবং তনুজা। তবে অনুষ্ঠানে আশা পারেখের একটি বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ আশার নিশানায় রয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন। আশার বক্তব্যকে আবার সমর্থন করেছেন তনুজা।

Advertisement

অমিতাভের বয়স এখন ৮০ বছর। আশার মতে, এখনও বিগ বি কে মাথায় রেখে নতুন নতুন চরিত্র লেখা হচ্ছে। সেখানে তাঁদের জন্য কেউ নতুন করে ভাবছেন না। তাঁদের জন্য বরাদ্দ রয়েছে শুধুই ঠাকুরমার চরিত্র। আশার কথায়, ‘‘আমাদের জন্য কেন চরিত্র লেখা হচ্ছে না? আমাদেরও তো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়ার কথা। আমরা মা বা ঠাকুরমার চরিত্রে কিংবা বোনের চরিত্রে অভিনয় করছি।’’

এই প্রসঙ্গেই আশা তাঁদের সময়ের ইন্ডাস্ট্রির স্মৃতিচারণ করেন। ‘কটি পতঙ্গ’ ছবির অভিনেত্রী বলেন, ‘‘আমাদের সময় অভিনত্রী বিয়ে করে নেওয়ার অর্থ ছিল, তাঁর কেরিয়ার শেষ। এখন তো সেই ধারণা বদলেছে। পঞ্চাশোর্ধ্ব অভিনেতাদের বছর কুড়ির অভিনেত্রীর বিপরীতে দেখা যাচ্ছে।’’

Advertisement

তনুজাও আশার সঙ্গে সহমত পোষণ করেছেন। ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ছবির অভিনেত্রী বলেন, ‘‘এখন মহিলাদের নিজেকে বোঝানো উচিত যে, তাঁরা পারবেন। আমি পারব না, এই ধরনের ধারণা মনের মধ্যে পুষে রাখলে চলবে না’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন