Prabhat Roy

‘কথা দিচ্ছি’, প্রয়াত স্ত্রীয়ের জন্য ৫১ তম বিবাহবার্ষিকীতে কী লিখলেন পরিচালক প্রভাত রায়?

পরিচালক প্রভাত রায় এবং জয়শ্রী রায়ের ৫১ তম বিবাহবার্ষিকী। বিশেষ দিনে প্রয়াত স্ত্রীয়ের উদ্দেশে কী লিখলেন পরিচালক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৮:১৯
Share:

৫১ তম বিবাহবার্ষিকীতে স্মৃতিকাতর প্রভাত রায়। ছবি: সংগৃহীত।

সাদা কালো ছবি। সোফাই আধ-শোয়া হয়ে রয়েছেন পরিচালক প্রভাত রায়। আর সামনে বসে স্ত্রী, জয়শ্রী রায়। হাতে একটি পত্রিকা, মন দিয়ে কিছু পড়ছেন পরিচালক।

Advertisement

১০ জুলাই প্রভাত রায়, জয়শ্রী রায়ের বিবাহবার্ষিকী। জয়শ্রী থাকলে তাঁদের বিয়ের বয়স হত ৫১ বছর। প্রতি মুহূর্তেই স্ত্রীয়ের কথা মনে পড়ে। কিন্তু বিশেষ দিনগুলোয় তাঁকে যে একটু বেশি মনে পড়ে তাঁর। বোঝা গেল পরিচালকের সমাজমাধ্যমের পোস্টে। স্ত্রীয়ের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমরা একে অপরের সঙ্গে প্রায় সব সময়ই ছিলাম। কিন্তু আগামী জন্মে একটু কম শুটিং করবো। তোমার সাথে আরও বেশি করে সময় কাটাবো। কথা দিচ্ছি।” স্ত্রীকে ধন্যবাদ জানাতেও ভোলেননি পরিচালক। প্রভাত লেখেন, “তোমায় অনেক ধন্যবাদ, আমার জীবনে বাবলাকে পাঠানোর জন্য। আমাদের মেয়ে খুব যত্নে রেখেছে আমাকে। পরের জন্মে যেন সে শুরু থেকেই আমাদের কাছে থাকে। ওর বাবা মায়ের সঙ্গে আমি কথা বলে নেব!”

২০২৪ সালে বিবাহবার্ষিকীতে নিজের ২৫ বছরের বিবাহবার্ষিকীর স্মৃতিতে ডুব দিয়েছিলেন পরিচালক। বলেছিলেন, “২৫ বছরের বিবাহবার্ষিকীর কথা খুব মনে পড়ছে। বড় পার্টি দিয়েছিলাম। প্রায় পুরো ইন্ডাস্ট্রি এসেছিল। নতুন শাড়ি, গয়নায় খুব সুন্দর করে সেজেছিল জয়শ্রী। তখনই মনে মনে ঠিক করেছিলাম, ৫০ তম বিবাহবার্ষিকীতে আরও ধুমধাম করে উদ্‌যাপন করব। জয়শ্রীকে আবারও সাজাব নতুন শাড়ি, গয়নায়।” আক্ষেপ, তাঁর সেই স্বপ্ন পূরণ হল না।” সদ্য অসুস্থতা থেকে উঠেছেন পরিচালক। আপাতত বাড়িতেই এখন অনেকটা সুস্থ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement