Vicky Kaushal

Vicky-Katrina: ধুমধাম করে বিয়ের পর মধুচন্দ্রিমায় যাচ্ছেন না ভিকি-ক্যাটরিনা, কেন জানেন?

মঙ্গলবার সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা। নাচেগানে মঞ্চ মাতিয়েছিলেন বর-কনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ ১১:১১
Share:

অবসর যাপনের সময় নেই ভিকি-ক্যাটরিনার।

বিয়ের প্রস্তুতি চলছে বহু দিন ধরেই। রাত পোহালেই মহা ধুমধামে সাত পাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। শুরু হবে নতুন অধ্যায়। কিন্তু জানেন কি, বিবাহ পর্ব মিটতেই ফের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর চেনা রুটিনে ফিরে যাবেন নবদম্পতি? অর্থাৎ অবকাশ নেই মধুচন্দ্রিমায় গিয়ে নিভৃতে অবসর যাপনের।

বিয়ের পরেই নতুন কনে ফিরে যাবেন শ্যুটিং ফ্লোরে। দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে ছবি করছেন তিনি। মাঝপথে আটকে থাকা সেই কাজ ফের শুরুর পরিকল্পনা ক্যাটরিনার। ফুরসৎ নেই ভিকিরও। ছুটি শেষ হতেই ক্যাটরিনার মতো তিনিও ফিরবেন কাজে। প্রযোজক দীনেশ বিজনের ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেতা।

Advertisement

‘ভিক্যাট’-এর ঘনিষ্ঠ বৃত্তের এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, “ভিকি এবং ক্যাটরিনা দু’জনেই ছবির কাজ সময়ে শেষ করার কথা দিয়েছে। তাই আপাতত ওদের মধুচন্দ্রিমায় যাওয়ার কোনও পরিকল্পনা নেই। বিয়ে শেষ হতেই ক্যাটরিনা শ্যুটিংয়ে ফিরবে।”

মঙ্গলবার ছিল ‘সঙ্গীত’। নাচেগানে মঞ্চ মাতিয়েছিলেন বর-কনে। উদ্‌যাপনে শামিল ছিলেন কবীর খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, শর্বরী ওয়াঘের মতো তারকারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement