Vicky Kaushal

নতুন জুটি

যশ রাজ ফিল্মসের ব্যানারেই ‘পৃথ্বীরাজ’ ছবিটি দিয়ে অক্ষয়কুমারের বিপরীতে ডেবিউ করবেন মানুষী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ০০:৩৪
Share:

ভিকি

ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন প্রাক্তন মিস ওয়র্ল্ড (২০১৭) মানুষী ছিল্লর। যশ রাজ ফিল্মসের ব্যানারেই ‘পৃথ্বীরাজ’ ছবিটি দিয়ে অক্ষয়কুমারের বিপরীতে ডেবিউ করবেন মানুষী। দ্বিতীয় ছবিতেই স্ক্রিন শেয়ার করবেন ভিকির সঙ্গে। শোনা যাচ্ছে, ‘পৃথ্বীরাজ’-এর অডিশন খুব ভাল দিয়েছিলেন মানুষী। আর সেই অডিশনই কাজে দিয়েছে এই ছবি পেতে। শোনা যাচ্ছে, নতুন ছবিটি কমেডি।

Advertisement

যশ রাজ ফিল্মসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যশ চোপড়ার জন্মবার্ষিকীতে আদিত্য চোপড়া কয়েকটি নতুন প্রজেক্টের ঘোষণা করবেন। ‘পৃথ্বীরাজ’-এর শুটিং এখনও বাকি। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন ছবির নির্মাতারা। সুতরাং সেই ছবির শুট শেষ না করে এই ছবি শুরু করতে পারবেন না মানুষী। সে ক্ষেত্রে পরের বছর পিছোতে পারে এ ছবির শুটিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement