মা-বাবা হতে চলেছেন ভিকি-ক্যাটরিনা, তার আগে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা। ছবি: সংগৃহীত।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ এখন সন্তানের আগমনের প্রহর গুনছেন। শোনা যাচ্ছে, নভেম্বরেই নাকি ভূমিষ্ঠ হবে ক্যাটরিনা-ভিকির প্রথম সন্তান। মাসকয়েক আগে ভিকি একটি পোস্টে জানান, তাঁকে এখন বাড়িতে থাকতে হবে। এ বার মদ, মাংস সব জীবন থেকে বাদ দিলেন অভিনেতা।
দিনকয়েক আগেই এক অনুষ্ঠানে হবু সন্তানের প্রসঙ্গ ওঠে। ভিকির অনুমান, সন্তান হওয়ার পরে বাড়ি থেকে আনন্দে আর বেরোতেই ইচ্ছে করবে না তাঁর। এ বার কি সন্তানের কথা ভেবেই নিরামিষাশী হলেন অভিনেতা? উত্তরটা হল, না। ভিকি আসলে অমর কৌশিকের পরবর্তী ছবি ‘মহাভারত’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিতে তাঁকে দেখা যাবে পরশুরামের চরিত্রে। এমন একটা চরিত্রে অভিনয় করার জন্য প্রয়োজন কঠিন প্রস্তুতি এবং দরকার বেশ কিছু বদল। সেটার দিকে কয়েক ধাপ এগিয়েছেন অভিনেতা। ছবির পরিচালক জানান, ভিকি এমন একটা চরিত্র করবেন বলে ইতিমধ্যেই নিরামিষাশী হয়েছেন, ত্যাগ করেছেন মদ্যপান। পরিচালক নিজেও নাকি জীবনধারায় বেশ কিছু বদল এনেছেন। তবে ভিকি প্রথম নয়, এর আগে রণবীর কপূরও ‘রামায়ণ’ ছবিতে রাম হয়ে উঠতে খাদ্যাভ্যাসে এমন কিছু বদল এনেছিলেন। এ বার ভিকিও সেই পথেই হাঁটলেন।