বায়োপিকে ভিকি

বলছেন, ‘‘আমার একটা স্বপ্ন সত্যি হল। ওঁর গল্প বলার ধরন আমার ভীষণ পছন্দের। আর উধম সিংহের চরিত্রে অভিনয় করতে পারাও গর্বের।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ২৩:৪৫
Share:

ভিকি কৌশল। —ফাইল চিত্র।

অনেক দিন ধরেই উধম সিংহের বায়োপিকের পরিকল্পনা করছেন পরিচালক সুজিত সরকার। অবশেষে স্থির হয়েছে মুখ্য চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। স্বাধীনতা সংগ্রামী উধম সিংহের চরিত্রে ভিকি কতটা মানানসই? জবাবে সুজিতের বক্তব্য, ‘‘ভিকির ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন, কেন ওকে নিলাম। চরিত্রের জন্য ভিকি নিজেকে উজার করে দিতে পারে। তার উপরে ও পঞ্জাবি। এতে ওর চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে নিতে সুবিধেই হবে।’’

Advertisement

ভিকিও উত্তেজিত সুজিতের সঙ্গে কাজ করা নিয়ে। বলছেন, ‘‘আমার একটা স্বপ্ন সত্যি হল। ওঁর গল্প বলার ধরন আমার ভীষণ পছন্দের। আর উধম সিংহের চরিত্রে অভিনয় করতে পারাও গর্বের।’’

মুখ্য চরিত্রে ইরফান খানকে ভাবা হয়েছিল প্রথমে। অভিনেতার অসুস্থতার জন্য সুজিত অনেক দিন অপেক্ষাও করেছিলেন। এখন শোনা যাচ্ছে, ইরফান দেশে ফিরে এসেছেন। সুজিতকে ইরফানের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করেননি। তবে জানান, আগামী মাস থেকেই ছবির শুটিং শুরু করবেন। ভারত, রাশিয়া এবং লন্ডনে শুটিং হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement