Ashwatthama

ওজন বাড়াবেন

পরিচালক আদিত্য ধরের পিরিয়েড ড্রামা ‘অশ্বত্থামা’য় যে ভিকি কৌশল আছেন, তার ঘোষণা আগেই হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২০ ০০:১৯
Share:

ভিকি

পরিচালক আদিত্য ধরের পিরিয়েড ড্রামা ‘অশ্বত্থামা’য় যে ভিকি কৌশল আছেন, তার ঘোষণা আগেই হয়ে গিয়েছে। আদিত্য আপাতত চিত্রনাট্য তৈরিতে ব্যস্ত। এ বছরের শেষ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা। কারণ অশ্বত্থামার চরিত্রের জন্য ভিকিকে অনেক প্রস্তুতি নিতে হবে। ‘‘ওজন বাড়াতে হবে। ১২৫ কিলো ওজন প্রয়োজন চরিত্রটার জন্য। তা ছাড়া মার্শাল আর্টস, তরোয়াল চালানো এ সবও শিখতে হবে। ভিকি ‘তখত’-এর জন্য ঘোড়া চালানো শিখছে, যেটা আমার ছবিতেও কাজে লেগে যাবে,’’ বক্তব্য আদিত্যর। প্রসঙ্গত পরিচালকের সঙ্গে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ কাজ করেছিেলন ভিকি।

Advertisement

ছবিটি হবে তিনটি পর্বে। আদিত্য বলছেন, ‘‘যেহেতু এটি মাইথোলজিক্যাল চরিত্র, তাই এর ব্যাপ্তি অনেক। তিন ভাগে ছবিটা করার পরিকল্পনা রয়েছে। প্রথম ভাগ ঠিক মতো হলে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে হাত দেওয়া হবে।’’ ‘বাহুবলী’র সাফল্যের পর থেকে অনেকেই একাধিক পর্বে ছবি তৈরির ঘোষণা করেছেন। কিন্তু প্রথম পর্বটি ব্যর্থ হওয়ার পরে আগামীগুলোর হদিশ মেলেনি। দেখা যাক এ ক্ষেত্রে কী হয়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement