‘এক আলবেলা’র ট্রেলারে বিদ্যার নিউ লুক

বাংলা-হিন্দির পর এ বার মরাঠি পর্দায় অভিষেক বিদ্যা বালনের। পঞ্চাশের দশকের প্রথম সারির নায়িকা গীতা বালির চরিত্রে দেখা যাবে তাঁকে। হিন্দি সিনেমার সুবর্ণ যুগে কিংবদন্তি অভিনেতা ভগবান দাদার বায়োপিক ‘এক আলবেলা’য় রয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ১০:৫৮
Share:

বাংলা-হিন্দির পর এ বার মরাঠি পর্দায় অভিষেক বিদ্যা বালনের। পঞ্চাশের দশকের প্রথম সারির নায়িকা গীতা বালির চরিত্রে দেখা যাবে তাঁকে। হিন্দি সিনেমার সুবর্ণ যুগে কিংবদন্তি অভিনেতা ভগবান দাদার বায়োপিক ‘এক আলবেলা’য় রয়েছেন তিনি।

Advertisement

তবে কি বিদ্যা এ বার মরাঠিতে ডায়ালগ বলবেন? সিনেমার পরিচালক শেখর সরতানডেল জানিয়েছেন, গীতা বালির চরিত্রে ডায়ালগের পুরোটাই হিন্দিতে বলতে হবে বিদ্যাকে। ফলে বাংলা-হিন্দিতে সাবলীল বিদ্যার মরাঠি ‘পরীক্ষা’ আপাতত এই সিনেমায় হচ্ছে না।


আরও পড়ুন

Advertisement

অন্ধ ভিক্ষুক হয়ে পথে পথে গান গাইলেন সোনু!

বিদ্যা স্বয়ং এই প্রজেক্টে কাজ করতে পেরে উচ্ছ্বসিত। গত বছর ‘হমারি অধুরি কহানি’তে শেষ বারের মতো দেখা গিয়েছিল তাঁকে। আপাতত ‘কহানি ২’ নিয়ে ব্যস্ত তিনি। ভগবান দাদার বায়োপিকে যদিও বিদ্যাকে দেখা যাবে খুবই স্বল্প সময়ের জন্য। তা সত্ত্বেও তিনি জানিয়েছেন, পর্দায় গীতা বালির মতো এভারগ্রিন চরিত্র পাওয়ার আনন্দই একেবারে অন্য রকমের। সিনেমায় ভগবান দাদার চরিত্রে রয়েছেন মঙ্গেশ দেশাই।

এখনকার প্রজন্মের কাছে হয়ত ভগবান দাদা অজানা চরিত্র। তবে পঞ্চাশের দশকের এই স্টারকে নিয়ে এক সময় মাতামাতির অন্ত ছিল না। ভগবান আভাজি পলভকে সে সময় দর্শকরা ভগবান দাদা নামেই বেশি চিনতেন। ১৯৫১-তে নিজেই তৈরি করেন ‘আলবেলা’ নামে তথাকথিত সামাজিক সিনেমা। পরিচালনা ছাড়াও তাতে অভিনয় করেছিলেন তিনি। ’৫১-তে সে সিনেমা এতটাই জনপ্রিয় হয়েছিল যে, ভগবান দাদার সঙ্গে সে সময় প্রায় সমার্থক হয়ে গিয়েছিল ‘আলবেলা’ নামটি। অভিনয় ছাড়াও তাঁর ট্রেডমার্ক নাচেও হিন্দি সিনেমায় অমর হয়ে রয়েছেন তিনি।

আগামী ২৪ জুনে রিলিজ হচ্ছে ‘এক আলবেলা’। তার আগে দেখে নিন এ সিনেমার এক ঝলক।

ভিডিওতে দেখুন ‘এক আলবেলা’র ট্রেলার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন