Vijay Deverakonda

পর্দায় ‘উগ্র পুরুষ’ বিজয় বাস্তবেও এক রকম? রশ্মিকার প্রতি এমন ব্যবহারে কটাক্ষের শিকার

চর্চিত প্রেমিকা রশ্মিকা মন্দনার সঙ্গে একটি শপিং মলের বাইরে দেখা যায় তাঁকে। সেখানেই অভিনেত্রীর প্রতি তাঁর ব্যবহার দেখে সমালোচনা বিজয় দেবেরাকোণ্ডাকে নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৫
Share:

রশ্মিকার সঙ্গে কেন এমন ব্যবহার বিজয়ের? ছবি: সংগৃহীত।

বড় পর্দায় তাঁর উগ্র পৌরুষ রূপেই ছবি হিট। অর্জুন রেড্ডির চরিত্রে দর্শক এখনও তাঁকে মনে রেখেছেন। এ বার অভিনেতার বাস্তব জীবনে তারই ছায়া! সম্প্রতি চর্চিত প্রেমিকা রশ্মিকা মন্দনার সঙ্গে একটি শপিং মলের বাইরে দেখা যায় তাঁকে। সেখানেই অভিনেত্রীর প্রতি তাঁর ব্যবহার দেখে সমালোচনা বিজয় দেবেরাকোণ্ডাকে নিয়ে।

Advertisement

পায়ে চোট পেয়েছেন রশ্মিকা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন রশ্মিকা। সামনেই তাঁর ‘ছাবা’ ছবির মুক্তি। পায়ে চোট তবে কাজে চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। ‘ছাবা’ ছবির প্রচারে সহ-অভিনেতা ভিকি কৌশলকে সর্ব ক্ষণ দেখা গিয়েছে রশ্মিকাকে হুইল চেয়ারে ঘোরাতে। সর্বদা চোখে চোখে রেখেছেন রশ্মিকাকে। সেখানে বিজয় যেন প্রেমিকাকে নিয়ে খানিক উদাসীন, মত নেটপাড়ার। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শপিং মলের বাইরে সিঁড়ি দিয়ে নেমে সোজা হেঁটে গাড়িতে উঠে পড়লেন বিজয়। পিছনে ধীরে ধীরে আসছেন রশ্মিকা। দুই হাতে ক্র্যাচ খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে কোনও মতে নামলেন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিজয়ের এমন ব্যবহার দেখে কটাক্ষ করেছেন নেটাগরিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement