fatima sana sheikh

বিজয়ের সঙ্গে শুটিং করতে গিয়ে হঠাৎ খিঁচুনি, ফাতিমার মৃগীর সমস্যার নিরাময়ে কী করেন অভিনেতা?

গত কয়েক দিনে ফাতিমা ও বিজয় বর্মার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। এ বার ফাতিমার জন্য অসহায় বোধ হচ্ছিল বিজয়ের। কোন অভিজ্ঞতা শোনালেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ২১:০৫
Share:

ফাতিমাকে নিয়ে উদ্বেগে বিজয়! ছবি: সংগৃহীত।

তমন্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পরে নাকি ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। বিজয় বর্মাকে নিয়ে এমন জল্পনা চলছে বলিউডে। ফাতিমা ও বিজয় ‘গুস্তাখ ইশ্‌ক’ ছবিতে জুটি বাঁধছেন। একে অপরের সঙ্গে যে কাজ করতে ভাল লাগে তা আগেই স্বীকার করে নিয়েছেন দু’জনেই। এ বার বিজয় জানালেন, শুটিং সেটে আচমকাই খিঁচুনি শুরু হয় ফাতিমার। অসহায় বোধ হচ্ছিল অভিনেতার।

Advertisement

অভিনেত্রী ফাতিমা সানা শেখ ‘দঙ্গল’ ছবির সময়েই মৃগীতে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। ছবির শুটিং চলাকালীন ফাতিমা আচমকা অসুস্থ হয়ে পড়তেন। আদতে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু ওই ঘটনার পরে অভিনেত্রী মেনে নিতে পারেননি যে, তাঁর কোনও স্নায়বিক রোগ থাকতে পারে। প্রথম প্রথম এতটাই ভয় পেয়েছিলেন যে, ওষুধ পর্যন্ত খেতেন না। ধীরে ধীরে মেনে নিতে বাধ্য হন। এই ছবির শুটিং চলাকালীন শটের মাঝে বই পড়ছিলেন। হঠাৎই সহ অভিনেতা বিজয় কিছু একটা পরিবর্তন লক্ষ করেন ফাতিমার মধ্যে। কাছে যেতেই তিনি বুঝতে পারেন, ফাতিমার খিঁচুনি শুরু হয়েছে। বিজয় বলেন, ‘‘ফাতিমা সেটে আগে থেকেই বলে রেখেছিল যে, ওর এমন পরিস্থিতি হলে কী করতে হবে। কিন্তু সেই সময় ওকে দেখে নিজেকে অসহায় লাগছিল। ধীরে ধীরে ওর বলে দেওয়া কথা অনুযায়ী সবটা করার পরে খানিক শান্ত হয়। গোটা সময়টা ওর হাত ধরে ছিলাম। পরে বিছানায় শুয়ে দেওয়া হয় ওকে। যদিও ওর ঘুম ভাঙতে জানায়, ওই কয়েকঘণ্টার কথা কিছুই তাঁর মনে নেই।’’

গত কয়েক দিনে ফাতিমা ও বিজয় বর্মার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। বিজয় এর আগে তমন্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। দীর্ঘ দু’বছর ছিল সেই সম্পর্ক। শোনা যায়, তমন্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি বিজয়। তাই বিচ্ছেদ। সেই সম্পর্ক ভাঙার কয়েক মাসের মধ্যেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছে বিজয়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement