Fatima Sana Shaikh

মৃগীর সমস্যা ছিলই, এ বার ‘বুলিমিয়া’ রোগে আক্রান্ত হয়ে নিজেকে সামলে রাখতে পারছেন না ফাতিমা!

ফাতিমা জানালেন, তিনি ‘বুলিমিয়া’ রোগে আক্রান্ত। তাঁর এই রোগের লক্ষণ প্রথম ধরতে পারেন সান্য মলহোত্র। ফাতিমা জানান, সান্য বলাতেই তিনি লজ্জিত বোধ করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৯:২৪
Share:

ফাতিমা সানা শেখ। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী ফাতিমা সানা শেখ ‘দঙ্গল’ ছবির সময়েই মৃগী রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। এক বার বিমানযাত্রার সময় মাঝ-আকাশে খিঁচুনি ধরে তাঁর শরীরে। মাঝের একটা সময় ধরে কিছুটা ভাল ছিলেন। এ বার নতুন এক রোগের কথা জানালেন ফাতিমা।

Advertisement

‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে নজর কাড়েন ফাতিমা। একাধিক ছবি ও কয়েকটি সিরিজ়েও শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। ‘দঙ্গল’-এর পর থেকেই চর্চা শুরু হয় তাঁর ও আমির খানের সম্পর্ক নিয়ে। কিরণ ও আমিরের বিবাহবিচ্ছেদের কারণ হিসাবে অনেকেই আঙুল তোলেন ফাতিমার দিকে। শোনা যায়, ‘দঙ্গল’ ছবির সেটেই নাকি একে অপরের কাছে আসেন তাঁরা। ছবির শুটিং চলাকালীন ফাতিমা আচমকা অসুস্থ হয়ে পড়তেন। আদতে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু অভিনেত্রী মেনে নিতে পারেননি, তাঁর কোনও স্নায়বিক রোগ থাকতে পারে। প্রথম প্রথম এতটাই ভয় পান যে ওষুধ পর্যন্ত খেতেন না। এ বার ফাতিমা জানালেন, তিনি ‘বুলিমিয়া’ রোগে আক্রান্ত। যার ফলে দিনে প্রায় ২৫০০ ক্যালরির খাবার খান। এককথায় নিজের খাওয়া-দাওয়ার উপর কোনও লাগাম থাকে না তাঁর। অভিনেত্রী নাকি লাগামছাড়া খাওয়া-দাওয়া করছেন গত এক বছর ধরে।

ফাতিমার কথায়,‘‘আমার সঙ্গে খাবারের সম্পর্কটা ভীষণ ‘টক্সিক’। আমি খেয়েই চলেছি। কোনও লাগাম ছাড়াই খাচ্ছি। তার পর আবার মন খারাপ হচ্ছে। আমি এত বেশি কেন খেলাম। একটা সময় বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম। কারণ বেরোলেই খেতাম শুধু।’’ ফাতিমার এই রোগের লক্ষণ প্রথম ধরতে পারেন সান্য মলহোত্র। ফাতিমার ‘দঙ্গল’ ছবির সহ-অভিনেত্রী। ফাতিমা জানান, সান্য বলাতেই অভিনেত্রী লজ্জিত বোধ করেন। এখন নাকি অপরাধবোধে ভুগে খানিকটা কম খাচ্ছেন। এ ছাড়াও নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেও কম খাচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement