Twinkle khanna-Huma Qureshi

বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে সায় টুইঙ্কলের, পাল্টা গর্জে উঠলেন হুমা

শারীরিক প্রতারণা নিয়ে আপত্তি নেই টুইঙ্কল-কাজলের। দুই অভিনেত্রীর এ হেন মন্তব্যে নিন্দার ঝড় সমাজমাধ্যমে। এ বার হুমা দিলেন কড়া উত্তর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৪:৪৮
Share:

(বাঁ দিকে) টুইঙ্কল খন্না, (ডান দিকে) হুমা কুরেশি। ছবি: সংগৃহীত।

দিনকয়েক আগেই টুইঙ্কল খন্না ও কাজল দু’জনেই সমস্বরে জানান, সম্পর্কে শারীরিক প্রতারণা কোনও বড় কথা নয়। বরং মানসিক প্রতারণা অনেক বেশি কষ্টের। টুইঙ্কলের মত, এক রাতের সহবাস নিয়ে বেশি ভাবার কিছু নেই। যদিও দুই অভিনেত্রীর এ হেন মন্তব্যে নিন্দার ঝড় সমাজমাধ্যমে। এ বার টুইঙ্কল-কাজলের মন্তব্যের পাল্টা জবাব দিলেন হুমা কুরেশি।

Advertisement

দুই অভিনেত্রীর অনুষ্ঠান ‘টু মাচ’-এ সম্পর্কে প্রতারণার প্রসঙ্গ উঠলে, শারীরিক প্রতারণা নিয়ে ছুতমার্গ নেই বলে জানান কাজল ও টুইঙ্কল। একই মত ছিল পরিচালক কর্ণ জোহরের। এই প্রসঙ্গে হুমা বলেন, ‘‘প্রতারণার কোনও প্রকারভেদ হয় না। শারীরিক হোক কিংবা মানসিক, দুই প্রতারণাই সমান। আমার কাছে সম্পর্কটা সাদা-কালোর মতো। হয় তুমি কারও সঙ্গে থাকো, নয়তো থেকো না। এর বেশি কোনও জটিলতা নেই। আসলে আমি ভালবাসার ক্ষেত্রে প্রাচীনপন্থী। একেবারে সহজ সরল মেয়ে।’’

টুইঙ্কল অবশ্য সেই কথোপকথনে মন্তব্য করেছিলেন, নতুন প্রজন্ম যখন তাঁদের মতো পঞ্চাশে পা দেবে, তখন এই একই জিনিস উপলব্ধি করবে। টুইঙ্কলের এ-হেন মন্তব্যের বিরোধিতা করে হুমা বলেন, ‘‘সম্পর্কে এত ছা়ড়! এ সব বুঝি না আমি। যদি এ সব করার হয়, তা হলে একা থাকুন।’’

Advertisement

সম্প্রতি রচিত সিংহের সঙ্গে হুমার সম্পর্কের গুঞ্জন জোরালো হয়েছে। শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির এই খ্যাতানামী কাস্টিং পরিচালকের সঙ্গে নাকি বাগ্‌দানও সেরে ফেলেছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement