সইফের মতো ঘটনা দক্ষিণ কোরীয় তারকা নানা-র বাড়িতে। ছবি: সংগৃহীত।
শুধু বলিউডেই নয়। দক্ষিণ কোরিয়ার এক তারকার বাড়িতেও ঘটল একই ঘটনা। অভিনেত্রী তথা গায়িকা নানা-র বাড়িতে সাতসকালে আততায়ীর হামলা।
চলতি বছরের শুরুতে সইফ আলি খানের বাড়িতে মধ্যরাতে এক দুষ্কৃতী ঢুকে পড়ে হামলা চালিয়েছিল। এ বার প্রায় একই রকম ঘটনা ঘটল দক্ষিণ কোরিয়ার তারকার সঙ্গে। সে দেশের রাজধানী সোলের কাছে গায়িকা-অভিনেত্রী নানা-র বাড়িতে শনিবার সাতসকালে আচমকাই এক অচেনা ব্যক্তি ঢুকে পড়ে। তার বয়স ৩০-এর আশপাশে বলে জানা গিয়েছে। হাতে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে ৩৪ বছর বয়সি অভিনেত্রী ও তাঁর মাকে হুমকি দিতে থাকে অভিযুক্ত।
খবর পেয়ে পুলিশ আসা পর্যন্ত মা ও মেয়ে মিলে সেই অভিযুক্তের সঙ্গে মোকাবিলা করেন। কোনওমতে নিজেদের রক্ষা করেন অভিযুক্তের থেকে। এমন জানিয়েছে নানা-র সহযোগী দল। আততায়ীর সঙ্গে দীর্ঘ ক্ষণ মোকাবিলার পরে নানা-র মা জ্ঞান হারান। অসুস্থ হয়ে পড়েন নানা নিজেও। দু’জনেরই চিকিৎসার প্রয়োজন পড়ে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করে স্থানীয় গুরি থানার পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুযায়ী, অভিযুক্ত চুরি ও ডাকাতির উদ্দেশ্য নিয়ে নানা-র বাড়িতে ঢুকেছিল। সেই অভিযোগেই তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
২০০৯ সাল থেকে ‘আফটার স্কুল’ নামে ব্যান্ডের শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেতে শুরু করেন নানা। গানের পাশাপাশি অভিনয়জগতেও পরিচিতি পান। ‘কিল ইট’, ‘জাস্টিস’-এর মতো ছোটপর্দার ধারাবাহিকে অভিনয় করেছেন নানা। অভিনেত্রীর আসল নাম ইম-জিন-আহ।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে সইফ আলি খানের বাড়িতে এক দুষ্কৃতী ঢুকে ছ’বার ছুরিকাঘাত করেছিল। সলমন খানের বাড়ি গ্যালাক্সি-তে ঢুকে পড়েছিলেন এক অজ্ঞাতপরিচয়। পরে জানা যায়, তিনি সলমনের অনুরাগী।