অকারণ কৌতূহলে বিরক্ত সায়ন্তনী ঘোষ। ছবি: ফেসবুক।
বিয়ে হয়ে গিয়েছে অনেক দিন। ৪১ বছর বয়স হয়ে গিয়েছে। আর কবে মা হবেন? শুনতে শুনতে অতিষ্ঠ অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের তালিকাতেও থাকে এই প্রশ্ন।
সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে সম্প্রতি নাকাল হয়েছেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি সত্যিই যদি অন্তঃসত্ত্বা হতেন। অভিনেত্রী তাঁর মতো করে প্রশ্নের জবাব দিয়েছেন। হিতে বিপরীত হয়েছে তাতে। পাঠক মনে করেছেন, তিনি বাস্তবে অন্তঃসত্ত্বা। তিতিবিরক্ত অভিনেত্রী বাধ্য হয়ে এক বার্তায় মনের কথা প্রকাশ করেছেন। সাফ লিখেছেন, “ঢিলেঢালা পোশাক মানেই অন্তঃসত্ত্বা! নারী আর কবে অন্য রকম ভাববে?”
ইদানীং একটু ঢিলেঢালা পোশাক বেছে নিচ্ছেন তিনি। তাতে পছন্দের ফুলছাপ থাকছে। সায়ন্তনীর যুক্তি, “৪১ বছরে বেশি আঁটসাঁট পোশাক পরতে মন চায় না। একটু আরামদায়ক পোশাকের দিকে মন টানে। তাই এই ধরনের পোশাক বাছা।” ব্যস, রটনা বেড়েছে তাতে। অভিনেত্রীর বক্তব্য, “এই ধরনের পোশাক পরছি মানেই মা হতে চলেছি, এ রকম কেন ভাবছেন সকলে? মেয়েদের মধ্যে এই কৌতূহল যেন আরও বেশি।” তাঁর আফসোস, একদিকে দাবি, নারীরা নাকি এগিয়ে যাচ্ছে। উল্টো দিকে তারাই কোনও মহিলাকে ঢিলেঢালা পোশাকে দেখলে ‘অন্তঃসত্ত্বা’ ধরে নিচ্ছে!
শুধু ধরে নেওয়াই নয়। বিয়ে হয়ে গিয়েছে কয়েক বছর। ৪১ বছর বয়স হয়ে গিয়েছে। তার পরেও তিনি মা হচ্ছেন না! কেন? কখনও সমাজমাধ্যমে, কখনও মুখের উপরে প্রশ্ন করছেন অনেকে। এই ধরনের প্রশ্ন বা বার্তা যে তাঁকে অপমানিত বা আহত করতে পারে— সে কথাও কারও ভাবনায় আসছে না, দাবি তাঁর। সেই জায়গা থেকেই সায়ন্তনীয় সাফ জবাব, “আমার শরীর। আমার জীবন। আমার ইচ্ছানুযায়ী চলবে।”