মামলায় অব্যাহতি চেয়ে কোর্টে আর্জি বিক্রমের

এমন কোনও রিপোর্ট আদালতে পেশ করতে পারেনি পুলিশ। তা ছাড়া গাড়ির গতিবেগ কত ছিল, সে বিষয়েও কোনও রিপোর্ট জমা পড়েনি। তাই বিক্রমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪৩
Share:

বিক্রম চট্টোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

গাড়ি দুর্ঘটনার মামলা থেকে অব্যাহতি চেয়ে আলিপুরের অতিরিক্ত দায়রা বিচারক শান্তনু মিশ্রের এজলাসে আবেদন জানালেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের ২৯ এপ্রিল গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিংহ চৌহানের। গাড়িটি চালাচ্ছিলেন বিক্রম।

Advertisement

আদালতে পুলিশ দাবি করেছিল, মত্ত অবস্থায় এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় ওই দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, ‘‘বিক্রম মত্ত অবস্থায় ছিলেন, এমন কোনও রিপোর্ট আদালতে পেশ করতে পারেনি পুলিশ। তা ছাড়া গাড়ির গতিবেগ কত ছিল, সে বিষয়েও কোনও রিপোর্ট জমা পড়েনি। তাই বিক্রমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।’’

বিচারক আগামী ৩ অক্টোবর সরকারি আইনজীবীকে আদালতে হাজির হয়ে এই বিষয়ে জানানোর নির্দেশ দিয়েছেন। সরকারি আইনজীবীর শুনানির পরেই বিক্রমের আবেদনের রায় দেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement