Vikrant Massey on Religion

বিক্রান্ত মাসে হিন্দু, ভাই মুসলিম, বাবা খ্রিস্টান, ছেলে বেদান্তের ধর্ম কী হবে? জানালেন অভিনেতা

বিক্রান্ত মাসে ছেলের ধর্ম নিয়ে দোলাচলে! তিনি ও তাঁর স্ত্রী হিন্দু ধর্মে বিশ্বাসী হলেও সন্তান জন্মের পর নিলেন কোন সিদ্ধান্ত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৩:৫৮
Share:

বিক্রান্ত ছেলের ধর্ম নিয়ে কোন সিদ্ধান্ত নিলেন? ছবি: সংগৃহীত।

বিধুবিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলফ্‌থ ফেল’ ছবিটি বিক্রান্ত মাসের জীবনের অন‍্যতম মাইলফলক হয়ে থেকে যাবে, তা নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা। এই ছবিতে প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে এসে আইপিএস হওয়া মনোজ শর্মার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে ব্যক্তিগত জীবনে বিক্রান্ত নিজেও যে খুব সচ্ছল পরিবারে থেকে এসেছেন তেমন নয়। গত বছর বাবা হয়েছেন। ছেলে বেদান্তের এক বছর সবে পূর্ণ হয়েছে। এ বার ছেলের ধর্ম নিয়ে দোলাচলে অভিনেতা!

Advertisement

ছেলের জন্মের শংসাপত্র ধর্মের জায়গা ফাঁকা রেখেছেন তিনি। নেপথ্য কারণও জানিয়েছেন অভিনেতা। বিক্রান্তের চার জনের পরিবার। সকলেই বিভিন্ন ধর্মে বিশ্বাসী। বিক্রান্ত জানান, তাঁর বাবা খ্রিস্ট ধর্মাবলম্বী, নিষ্ঠাভরে সেই ধর্মের রীতি পালন করেন। মা হলেন শিখ। তাঁর ভাই মুসলিম। মাত্র ১৭ বছর বয়সেই ধর্ম পরিবর্তন করে ইসলাম কবুল করেন তাঁর ভাই, নাম বদলে রাখেন মইন। তবে বিক্রান্ত নিজে হিন্দু ধর্মের রীতিনীতি মানেন, সেই দিকে তাঁর ঝোঁক। ভাই ইসলাম গ্রহণ করায় কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাঁর পরিবারকে।

এ দিকে বিক্রান্তের স্ত্রী হিন্দু। তাঁদের বিয়ে হয় সেই রীতিনীতি অনুযায়ী। কিন্তু ছেলে বেদান্তের জন্মের শংসাপত্রে তার ধর্মের উল্লেখ করেনি অভিনেতা। বিক্রান্ত বলেন, ‘‘আমরা ছেলের ধর্মের জায়াগাটা ফাঁকা রেখেছি। কারণ সরকারি ভাবে কোথাও লেখা নেই, ধর্মের উল্লেখ করতেই হবে। আমি ছেলের জন্মের পর ধর্মের জায়গাটা ফাঁকা রেখেছিলাম কারণ ধর্মটা যার যার ব্যক্তিগত বিষয়।” শুধু তা-ই নয়, অভিনেতা দাবি করেছেন, তিনি খুব কষ্ট পাবেন যদি কখনও দেখেন তাঁর সন্তান ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন করছে। তিনি বিশ্বাস করেন ধর্ম আসলে মানুষেরই সৃষ্টি। সন্তানকেও সেই শিক্ষা দিয়েই বড় করতে চান। বাড়িতে এক একজন মানুষ এক এক ধর্মে বিশ্বাসী হওয়ায় মন্দির, মসজিদ, গির্জা— সর্বত্রই যান বিক্রান্ত। আর সর্বত্রই তিনি শান্তি খুঁজে পান, জানিয়েছেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement