Viral Girl Monalisa

এ বার ‘মণিপুর ডায়েরি’! সনোজের পরিচালনায় কি দেখা যাবে মহাকুম্ভের মোনালিসাকে?

‘আপনা মাংসে হরিণা বৈরী’ কি না, তা বলার সময় হয়তো এখনও আসেনি! তবে কুম্ভমেলার ভাইরাল-কন্যা মোনালিসা এর আগেই জানিয়েছিল তার ব্যবসা লাটে উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৯:৩৬
Share:

মধ্যপ্রদেশের গ্রামের বাড়িতে মোনালিসা ভোঁসলের সঙ্গে পরিচালক সনোজ মিশ্র। ছবি: সংগৃহীত।

মহাকুম্ভের মেলা বদলে দিল তার জীবন। মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের ষোড়শী মেয়েটি গ্রামের অন্যদের সঙ্গে মেলায় গিয়েছিল মালা বিক্রি করতে। কিন্তু সমাজমাধ্যমের রমরমা তাকে ‘ভাইরাল’ করে তুলল। নেপথ্যে তার দু’টি হরিণ চোখ। ‘আপনা মাংসে হরিণা বৈরী’ কি না, তা বলার সময় হয়তো এখনও আসেনি! তবে কুম্ভমেলার ভাইরাল-কন্যা মোনালিসা এর আগেই জানিয়েছিল তার ব্যবসা লাটে উঠেছে। যদিও একই সঙ্গে শোনা গিয়েছিল দক্ষিণী চলচ্চিত্র জগৎ থেকে ডাক পেতে চলেছে মোনালিসা ভোঁসলে। ঘোরাফেরা করছিল অল্লু অর্জুনের নামও। তবে, দক্ষিণ নয়। ডাক এসেছে বলিউড থেকেই। ছবির নাম ‘দি ডায়েরি অফ মণিপুর’, পরিচালক সনোজ মিশ্র, যিনি এর আগে ‘দি ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ বানিয়ে শিরোনামে আসতে চেয়েছিলেন।

Advertisement

জানা গিয়েছে, সনোজ ইতিমধ্যেই মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামে মোনালিসার বা়ড়ি গিয়ে ছবির প্রস্তাব দিয়েছেন। সেই ছবি সনোজই ভাগ করেছেন সমাজমাধ্যমে। মনে করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করবেন পরিচালক। তবে মোনালিসা বা তার পরিবারের সঙ্গে কী কথা হয়েছে, তা জানাতে চাননি সনোজ। মুখে কুলুপ মোনালিসার পরিবারেরও।

মোনালিসা দীর্ঘ দিন ধরেই নর্মদার তীরে কিলা ঘাটে ফুলের মালা বিক্রি করে আসছে। কিন্তু মহাকুম্ভের মেলায় এ বার প্রয়াগরাজে সে নিয়ে গিয়েছিল পুতির মালার পসরা। সেখানেই কিছু ভ্লগারের নজরে প়ড়ে যায় বছর ষোলোর মেয়েটি। শুরু হয় তার সঙ্গে ছবি তোলার পালা। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছয় যে মোনালিসার মুখ ওড়নায় ঢেকে তাকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন পরিজনেরা। পরে তাকে মেলার বিক্রিবাটা ফেলে চলে যেতে হয় নিজের বাড়ি।

Advertisement

২০২৩ সালে সনোজের পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর বিরুদ্ধে বাংলার ভাবমূর্তি এবং সম্প্রীতি নষ্টের অভিযোগ উঠেছিল। এই মর্মে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় সে বছর মে মাসে। সে ছবি অবশ্য এ রাজ্যে মুক্তিই পায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement