Entertainment News

এখনই এনগেজমেন্ট নয়, বললেন বিরাট

আগামী ১ জানুয়ারি ভারতীয় ক্রিকেট কি তার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলরের’ বাগদান-পর্ব দেখতে চলেছে? দেখতে চলেছে জনপ্রিয় বলিউড অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের নতুন পার্টনারশিপ?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ১১:৫৩
Share:

আগামী ১ জানুয়ারি ভারতীয় ক্রিকেট কি তার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলরের’ বাগদান-পর্ব দেখতে চলেছে? দেখতে চলেছে জনপ্রিয় বলিউড অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের নতুন পার্টনারশিপ?
উত্তরাখণ্ডে বিরাট-অনুষ্কার ছুটি কাটানো নিয়ে এমন জল্পনাই তৈরি হয়েছে গত কয়েক দিনে। এ বার সেই জল্পনার উত্তর দিলেন বিরাট স্বয়ং। অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর এনগেজমেন্ট নিয়ে যে সব খবর দেখানো হচ্ছে মিডিয়ায় তার জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘‘সংবাদমাধ্যমে ভুয়ো খবর দেখিয়ে আপনাদের বিভ্রান্ত করছে। আমরা সেই বিভ্রান্তিটা শেষ করতে চাই। জানাতে চাই, এখনই আমাদের এনগেজমেন্ট হচ্ছে না। আর যদি এনগেজমেন্ট হয়, তা হলে সেটা লুকিয়ে কেন রাখব? সিম্পল…।’’

Advertisement

আরও পড়ুন, নববর্ষে ‘বিরুষ্কা’ বাগদান নিয়ে জল্পনা দেশ জুড়ে

ছুটি কাটাতে এখন উত্তরাখণ্ডে আছেন বিরাট-অনুষ্কা। বুধবার রাতে তাঁরা হরিদ্বারে এক আশ্রমে পুজোও দিয়ে আসেন। আশ্রম-গুরু এ নিয়ে প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে না চাইলেও, তাঁর শিষ্যদের কেউ কেউ কোহালিদের আশ্রমে আসার ছবি মিডিয়াকে দিয়ে দেন। বৃহস্পতিবার মিডিয়ার একাংশে জল্পনা শুরু হয়ে যায় যে, সম্ভবত আগামী ১ জানুয়ারি তাঁদের বাগদান পর্বও হয়ে যাচ্ছে। উত্তরাখণ্ডে। একই হোটেলে, যেখানে তাঁরা এখন আছেন। অনুষ্কার পরিবার, বন্ধুবান্ধব নাকি ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন।

Advertisement

তবে বিরাটের দাদা বিকাশ কোহালিকে ফোনে ধরা হলে বললেন, ‘‘পুরোটাই জল্পনা। এ রকম কোনও খবর আমার জানা নেই। আর আমি নিজেই তো ছুটিতে যাচ্ছি।’’ এ বার সেই জল্পনাকে স্রেট ব্যাটে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন বিরাট স্বয়ং।

আরও পড়ুন, হৃতিকের সমর্থনে ফের মুখ খুললেন সুজান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement