Anushka Sharma

লন্ডনে সংসার পেতেছেন, স্ত্রী অনুষ্কার জন্মদিনে ভালবাসার কোন বার্তা দিলেন বিরাট কোহলি?

দেশ তাঁদের পরিচিতি দিয়েছ, পেশাজীবনে সাফল্য দিয়েছে। তবু তাঁরা থাকেন দেশ থেকে দূরে। অনুষ্কার জন্মদিনে কী লিখলেন বিরাট?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৭:১৬
Share:

অনুষ্কাকে শুভেচ্ছাবার্তা বিরাটের। ছবি: সংগৃহীত।

বহু তারকার চোখেই তাঁরা আদর্শ জুটি। একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়ান যে কোনও পরিস্থিতিতে। বৃহস্পতিবার অনুষ্কা শর্মা ৩৭–এ পা দিলেন। স্ত্রীর জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। তার সঙ্গে যে বার্তা লিখেছেন, তা মন ছুঁয়ে গিয়েছে সকলের।

Advertisement

কোহলি লেখেন, ‘‘তুমি আমার প্রিয় বন্ধু, তুমি আমার জীবনসঙ্গিনী, তুমি আমার আশ্রয়। তুমি আমার সব কিছু। তুমি আমার জীবনের পথ দেখানো তারা। প্রতিটা দিনই তোমাকে ভালবাসি। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা ভালবাসা।’’ বিরাটকে বিয়ে করার পর থেকেই অভিনয়জগৎ থেকে মুখ ফিরিয়েছেন অনুষ্কা। অবশ্য অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন বিয়ের পর স্বামী-সন্তান নিয়ে সংসার করতে চান। পরিবারকেই সময় দিতে চান। দেশ ছেড়ে তাঁরা লন্ডনে দ্বিতীয় সংসার পেতেছেন। সেখানে তাঁদের দুই সন্তানের ছেলেবেলা অনেক বেশি নিরাপদ বলে মনে করেন বিরাট-অনুষ্কা। তাঁদের দাম্পত্যেও অযথা কৌতূহল নেই কারও। পেশার কারণে, উৎসব উদ্‌যাপনে অবশ্যই তাঁরা দেশে আসবেন, থাকবেনও কিছু দিন। কিন্তু তার বেশি নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement