Entertainment News

দাম্পত্যে কি অনুষ্কাই ‘বস’? কী বলছেন বিরাট?

বিরুষ্কার দাম্পত্যে অনুষ্কাই কি বস? পরোক্ষ ভাবে সেটাই স্বীকার করে নিলেন কোহালি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ১৬:০৪
Share:

দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা বিনোদন এবং ক্রিকেট জগতের জনপ্রিয় কাপল। কিন্তু অভিনয় এবং ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেকটা সময়ই আলাদা কাটে তাঁদের। এক সঙ্গে থাকলে দৈনন্দিনের অনেক কাজই এক সঙ্গে করতে পছন্দ করেন তাঁরা।

Advertisement

ধরুন, ওয়ার্কআউট। পেশার তাগিদে দুই তারকাই প্রতিদিন অনেকটা সময় শরীরচর্চা করেন। সম্প্রতি এক সঙ্গে ওয়ার্কআউট করছিলেন দু’জনে। সেই ভিডিও অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট।

ভিডিওতে অনুষ্কাকে দেখিয়ে বিরাট বলছেন, ‘ওয়ার্কিং আউট লাইক আ বস…।’ তা দেখে বলি মহলের অনেকের প্রশ্ন, তা হলে বিরুষ্কার দাম্পত্যে অনুষ্কাই কি বস? পরোক্ষ ভাবে সেটাই স্বীকার করে নিলেন কোহালি?

Advertisement

আরও পড়ুন, অরিন্দমের পরিবারের ‘একজন’ হলেন অনিন্দিতা

যদিও অনুষ্কা কোনও কথা বলেননি। তবে তাঁর মুখে প্রশ্রয়ের হাসি দেখে অনেকেরই মনে হয়েছে গোটা বিষয়টি এনজয় করছেন নায়িকা। ! ♥️♥️♥️

! ♥️♥️♥️

যদিও অনুষ্কা কোনও কথা বলেননি। তবে তাঁর মুখে প্রশ্রয়ের হাসি দেখে অনেকেরই মনে হয়েছে গোটা বিষয়টি এনজয় করছেন নায়িকা। ! ♥️♥️♥️

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement