Virat Kohli

অনুষ্কা নাকি একেবারেই পাত্তা দেন না বিরাটের বোনকে! পাল্টা জবাব দিলেন ভাবনা কোহলি

বিরাটদের জয়ের পর ভাবনা লেখেন, “এই রাত, এই মুহূর্তটা আমরা সেই স্বপ্ন উদযাপন করছি। তোমার অপেক্ষা অনেক দীর্ঘ ছিল। এখন প্রতিটি মুহূর্তকে নীরবতা আর প্রশান্তি দিয়ে অনুভব করা দরকার। কারণ প্রতীক্ষায় অবসান ঘটেছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৫:০৭
Share:

অনুষ্কাকে নিয়ে মুখ খুললেন বিরাটের বোন। ছবি: সংগৃহীত।

১৮ বছরের প্রতীক্ষার অবসান আইপিএলে জয়ী হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা আঠারো বছর একটি দলের সঙ্গেই যুক্ত ছিলেন বিরাট কোহলি। কিন্তু এই এত বছরে একবারও কাপ জিততে পারেননি।

Advertisement

একা বিরাট নন এমন একটা দিন দেখার অপেক্ষায় ছিলেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মাও। বেঙ্গালুরুর জয়ের পর অনুষ্কার উচ্ছ্বাসের ছবি এখন ভাইরাল। এই জয়ে খুশি গোটা কোহলি পরিবার। উদ্‌যাপনে মাতোয়ারা তাঁরাও। বিরাটের বোন ভাবনা কোহলি আবেগঘন পোস্ট দিতেই, কটাক্ষের শিকার অনুষ্কা। পাল্টা বৌদিকে নিয়ে কী জানালেন ননদ?

বিরাটদের জয়ের পর ভাবনা লেখেন, “এই রাত, এই মুহূর্তটা আমরা সেই স্বপ্ন উদযাপন করছি। তোমার অপেক্ষা অনেক দীর্ঘ ছিল। এখন প্রতিটি মুহূর্তকে নীরবতা আর প্রশান্তি দিয়ে অনুভব করা দরকার। কারণ প্রতীক্ষায় অবসান ঘটেছে।’’

Advertisement

ভাবনা লেখেন কৃতজ্ঞতার কথা। ঈশ্বর এবং ‘রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু’-র লক্ষ লক্ষ অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দাবি করেন, এই জয়, প্রতিটি মানুষেক জয় যাঁরা বিরাটের পাশে ছিলেন। ভাইয়ের উদ্দেশে তিনি লেখেন, “আমার ছোট্ট বীরু, তুমি ঈশ্বর পুত্র, যে সকলের মধ্যে এত আনন্দ এবং অনুপ্রেরণা সঞ্চার করে। এমন দিন দেখার সৌভাগ্য হয়েছে। স্বর্গে কেউ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাসছে, পুত্রের দিকে তাকিয়ে গর্ব বোধ করছে।”

ভাবনার এমন আবেগতারিত পোস্ট দেখেছেন ভাই বিরাট। কিন্তু কোনও মন্তব্য করেননি। অনুষ্কার তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এটা দেখেই চক্ষু চড়ক গাছ অনুরাগীদের। নেটাগরিকদের একাংশ ভাবনাকে কটাক্ষ করে লেখেন, “অনুষ্কা তো পাত্তাই দেয় না আপনাকে।” কেউ লেখেন, “দাদা তো পাত্তা দেয় না, আপনার কথা তো উল্লেখও করেননি।”

তাঁদের পাল্টা জবাব দিয়ে ভাবনা লেখেন, ‘‘ঈশ্বর আপনাদের ধৈর্য্য দিন। আপনারাও বিশ্বাস করতে শিখুন ভালবাসা দেখানোর অনেক ধরন থাকে। আশা করব আপনারও জীবনে ভালবাসা পাবেন। লোক দেখানো নয়, সত্যি পারিবারিক ভালবাসা পান আপনারা কামনা করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement