Ranveer Allahbadia

স্বপ্ন ছিল বিরাটকে আনবেন নিজের অনুষ্ঠানে! তার আগেই রণবীরকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন তারকা

ইতিমধ্যেই খুইয়েছেন প্রায় ২০ লক্ষ অনুসরণকারী। জনসাধারণের কাছে ক্ষমা চেয়েছেন রণবীর। এ বার প্রতিক্রিয়া এল বিরাটের তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩০
Share:

রণবীরের স্বপ্ন কি রয়ে যাবে অধরা! ছবি: সংগৃহীত।

একটা বিতর্কিত মন্তব্যে যেন দুনিয়া বদলে গেল খ্যাতনামী ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার। একের পর এক সমালোচনামূলক মন্তব্য ধেয়ে আসছে এই নেটপ্রভাবীর দিকে। জনপ্রিয় ইউটিউব শোয়ে এসে অশ্লীল মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলাও। ইতিমধ্যেই খুইয়েছেন প্রায় ২০ লক্ষ অনুসরণকারী। সকলের কাছে ক্ষমা চেয়ে তিনি স্বীকার করেছেন যে, তাঁর মন্তব্য অনুপযুক্ত এবং কোনও ভাবেই মজার নয়, তবু কাজ হয়নি। এ বার রণবীরকে নিয়ে সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি।

Advertisement

জনপ্রিয় রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রী থেকে বহু ক্রিকেটতারকা আসতেন রণবীরের অনুষ্ঠানে। তবে তাঁর ইচ্ছা ছিল কখনও বিরাট কোহলির সঙ্গে পডকাস্ট করবেন। বিভিন্ন সময় তিনি জানিয়েছেন, ঠিক কতটা পছন্দ করেন তিনি বিরাটকে। ইউটিউবারকে সমাজমাধ্যমে অনুসরণও করতেন স্বয়ং বিরাট। কিন্তু এ বার রণবীরকে ‘আনফলো’ করে দিলেন ক্রিকেটতারকা।

রণবীর ইলাহাবাদিয়ার ইউটিউব-যাত্রা শুরু হয়েছিল তার প্রথম ইউটিউব চ্যানেল ‘বিয়ারবাইসেপস’ দিয়ে। এর মূল লক্ষ্য ছিল স্বাস্থ্যসচেতনতা। কিন্তু পরবর্তী কালে তিনি আধ্যাত্মিকতা এবং আত্ম-উন্নতির মতো বিষয়গুলিও এর সঙ্গে যু্ক্ত করে দিয়েছিলেন। এখন ইউটিউবেই মোট সাতটি চ্যানেল রয়েছে রণবীরের। ‘বিয়ারবাইসেপস’ নামে অনুগামীদের কাছে অধিক পরিচিত তিনি। কয়েক বছর ধরে ইউটিউবে বিভিন্ন বিষয়ে জনপ্রিয় পডকাস্ট সঞ্চালনা করে আসছেন তিনি। প্রতিটি ভিডিয়োই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ইউটিউবে। যদিও বর্তমান পরিস্থিতিতে সঙ্কটে তাঁর চ্যানেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement