Virat On Arijit

‘একমাত্র ওঁর কণ্ঠ মন্ত্রমুগ্ধ করেছে’! ছবিতে গাইবেন না অরিজিৎ, খবর ছড়াতেই ‘ভাইরাল’ বিরাট

এর আগে অন্য কোনও শিল্পীকে নিয়ে এত কথা বলেননি বিরাট কোহলি। স্বাভাবিক ভাবেই তাঁর কথা ও মন্তব্য চায়ের কাপে তুফান তুলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১১:৩৫
Share:

অরিজিৎ সিংহকে নিয়ে বিরাট কোহলি। ছবি: সংগৃহীত।

একবার নয়, একাধিক বার তিনি মুক্তকণ্ঠে তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন। তিনি অবসরে বা কাজের ফাঁকে অরিজিৎ সিংহের গানই শোনেন। ছবির গানের দুনিয়া থেকে শিল্পীর অবসরের কথা ঘোষণার পরে, তাঁকে ঘিরে তারকা ক্রিকেটার বিরাট কোহলির ভাললাগার রেশ ছড়িয়ে পড়ল এ ভাবেই।

Advertisement

আর, এ ভাবেই কোথাও যেন বিরাট মিশে গেলেন অরিজিতের বাকি অনুরাগীদের সঙ্গে।

ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে টুকরো ঝলক। বিরাট কখনও অরিজিতের সঙ্গে তাঁর তোলা ছবি ভাগ করে নিয়েছেন। বিবরণীতে লিখেছেন, “এত বড় তারকা। তার পরেও এত মাটির কাছাকাছি। ওঁর কণ্ঠ মন্ত্রমুগ্ধের মতো শুনি। অরিজিতের গান সারা ক্ষণ আমার ‘প্লে লিস্ট’-এ সবার প্রথমে থাকে।” কখনও দেখা গিয়েছে, বিমান ধরতে যাওয়ার সময়েও গানে বুঁদ বিরাট। জানিয়েছেন, হেডফোনে তখন অরিজিতের কণ্ঠ বেজেছে। প্রসঙ্গত, আগে বিরাটকে কখনও সে ভাবে কোনও গায়কের এ ভাবে মুক্তকণ্ঠে প্রশংসা করতেও শোনা যায়নি। স্বাভাবিক ভাবেই তাই ক্রিকেটারের পুরনো ভিডিয়ো ভাইরাল।

Advertisement

মঙ্গলবার রাত থেকে সমাজমাধ্যম তোলপাড় একটি খবরে। ছবির গানে আর কণ্ঠ দেবেন না অরিজিৎ। সমাজমাধ্যমে শিল্পী নিজে জানান এ কথা। বিনা মেঘে বজ্রপাত অনুরাগীমহলে। শিল্পী এ কথাও জানান, অনেক দিন ধরেই তাঁর মনে এই ভাবনা ছিল। কিন্তু কিছুতেই সাহস করে ঘোষণা করতে পারছিলেন না। এর বেশি যদিও তিনি কিছু বলেননি। একই ভাবে মুখ খোলেননি অরিজিতের বোন অমৃতা সিংহ বা তাঁর বাবা সুরিন্দর সিংহ বগ্গা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement