পেয়ার মে টুইস্ট! কী জানালেন বিরাট

এ ব্রেক সে ব্রেক নয়। যা নিয়ে এতদিন তোলপাড় হচ্ছিল সংবাদমাধ্যম। বিরাট-অনুষ্কার প্রেমের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। আবার কখনও শোনা গেল একে অপরকে হোয়াটসঅ্যাপ করেছেন। এই জোড়া লাগল জোড়া লাগল থেকে আবার বিচ্ছেদের খবর সবই উড়ছিল বিনোদন জগত থেকে ক্রিকেট বিশ্বে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ২০:১৭
Share:

এ ব্রেক সে ব্রেক নয়। যা নিয়ে এতদিন তোলপাড় হচ্ছিল সংবাদমাধ্যম। বিরাট-অনুষ্কার প্রেমের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। আবার কখনও শোনা গেল একে অপরকে হোয়াটসঅ্যাপ করেছেন। এই জোড়া লাগল জোড়া লাগল থেকে আবার বিচ্ছেদের খবর সবই উড়ছিল বিনোদন জগত থেকে ক্রিকেট বিশ্বে। সেই সবাইকেই চুপ করিয়ে দিল বিরাট কোহলির টি-শার্ট। যে টি-শার্ট পরা বিরাটের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

কী লেখা আছে সেই টি-শার্টে? লেখা আছে, ‘‘উই আর অন আ ব্রেক!’’ সঙ্গে আবার বিস্ময়। এই একটা ছবিই কি সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট? কী বলতে চাইছেন বিরাট। নাকি বিরাট-অনুষ্কার বিচ্ছেদের আপাতত সমাপ্তি ঘটল? প্রশ্নটা থাকছেই। বিরাট-অনুষ্কার প্রেমে এটা কি তাহলে নতুন টুইস্ট?

দেখুন সেই পোস্ট

Advertisement

আরও খবর

মধ্যরাতে সলমনের বাড়িতে ধোনি-সাক্ষী, কেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement