vivek oberoi

নরেন্দ্র মোদীর বায়োপিক, মুখ্য ভূমিকায় কোন অভিনেতা জানেন?

বলিউড এখন বায়োপিক-ময়। শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ওপর তৈরি ছবির ট্রেলার সদ্য প্রকাশ্যে এসেছে। তা নিয়ে সরগরম টিনসেল টাউন থেকে জাতীয় রাজনীতি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুম্বই শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ১১:০০
Share:

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

বলিউড এখন বায়োপিক-ময়। শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ওপর তৈরি ছবির ট্রেলার সদ্য প্রকাশ্যে এসেছে। তা নিয়ে সরগরম টিনসেল টাউন থেকে জাতীয় রাজনীতি। তার মধ্যেই খবর, এ বার বায়োপিক ট্রেন্ডে ঢুকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Advertisement

মোদীর জীবনের ওপর সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক উমঙ্গ কুমার।

সে ছবির প্রি-প্রোডাকশনের কাজও নাকি শুরু করে দিয়েছেন তিনি। সবুজ সঙ্কেত মিলেছে প্রধানমন্ত্রীর দফতর থেকেও। জানা গিয়েছে, অভিনেতা বিবেক ওবেরয় রয়েছেন নাম ভূমিকায়।

Advertisement

আরও পড়ুন: প্রভাস থেকে অনুষ্কা, রাজামৌলির ছেলের বিয়েতে তারকাদের ‘বাহুবলী’ সমাবেশ

সম্ভবত ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগেই মুক্তি পাবে এই ছবি। ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন খোদ পরিচালক। এই ছবির বেশির ভাগ অংশের শুটিং হবে গুজরাত, হিমাচল এবং দিল্লিতে।

অভিনেতা বিবেক ওবেরয় রয়েছেন নাম ভূমিকায়

আরও পড়ুন: ‘পদ্মশ্রী পুরস্কারের জন্য জীবনে চাটুকারিতা করিনি’, শেষ সাক্ষাৎকারে বলেছিলেন কাদের খান​

প্রথমে অভিনেতা-সাংসদ পরেশ রাওয়ালের এই ছবির নাম ভূমিকায় অভিনয়ের কথা থাকলেও; পরে সরে যান তিনি। তাঁর জায়গায় নেওয়া হয় বিবেক ওবেরয়কে। এই ছবির হাত ধরেই বিবেক বলিউডে কামব্যাক করতে চলেছেন বলে মত বলি মহলের।

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন