Vivian Dsena

ছোটপর্দার জনপ্রিয় মুখ ভিভিয়ান, ধর্ম বদলে মুসলিম হয়েছেন কোন কারণে?

জন্মসূত্রে খ্রিস্টান তিনি। খ্যাতির শীর্ষে থাকাকালীন নিজেকে সরিয়ে নেন বিনোদনজগৎ থেকে। মুসলিম হয়েছেন কোন কারণে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯
Share:

ভিভিয়ান ডি সেনা। ছবি: সংগৃহীত।

সুর্দশন চেহারা, তবে ধারাবাহিকে ‘ড্রাকুলা’র চরিত্রে যখন আত্মপ্রকাশ করেন, তখন গগনচুম্বী জনপ্রিয়তা হয়েছিল তাঁর। ‘প্যায়ার কি ইয়ে এক কহানি’ ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন ভিভিয়ান ডি সেনা। জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন অভিনেত্রী ওয়াহাবিজ দোরাবজ়িকে বিয়ে করেন। সেই বিয়ে ভাঙার পর একটা লম্বা সময় আর দেখা যায়নি ভিভিয়ানকে। ২০২৩ সালে অভিনেতার দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ্যে আসে। পাশাপাশি, ধর্ম বদল করার কথাও জানান অভিনেতা। কেন ইসলাম ধর্মের পথ নিলেন ভিভিয়ান?

Advertisement

২০১৯ সালের রমজান মাসে ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছেন ভিভিয়ান। অভিনেতার স্ত্রী মিশরের সাংবাদিক। নাম নওরান আলি। তাঁর প্রভাবেই ধর্ম পরিবর্তন করেন বলে শোনা যায়। তাঁর ধর্ম পরিবর্তন নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সেই সময় ভিভিয়ান বলেন, ‘‘খ্রিস্টান পরিবারে জন্ম আমার, ২০১৯ সালে পবিত্র রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি দিনে পাঁচ বার নমাজ পড়ে এখন অনেক শান্তি ও স্বস্তি পাই। ইসলাম আমার জীবনযাত্রার বদল এনেছে।’’

গত বছর ‘বিগ বস ১৮’-তে যোগ দেন ভিভিয়ান। একেবারে শেষ অবধি লড়াই করেন। ট্রফি জেতা হয়নি। তবে প্রথম রানারআপ হয়েছিলেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement