ভিলেন-ভোটে ভয়ঙ্কর

হতে পারেন দুষ্টু লোক, তাই বলে পপুলার হতে বাধা কোথায়? মার্কিন মুলুকে ভিলেন নিয়ে এক ভোটাভুটিতে দেখা গেল, তেনারা জনপ্রিয়তায় বেশ খানিকটা এগিয়ে। ‘হ্যারি পটার’ সিরিজের মহাভিলেন লর্ড ভোলডেমর্টকে ভিলেনকুলের বেতাজ বাদশা হিসেবে প্রমাণ করল এই ভোট। দেখা গেল, প্রাক্তন প্রেসিডেস্ট-পুত্র জেব বুশ-সহ অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের চাইতেও বেশি জনপ্রিয় ‘হি-হু-মাস্ট-নট-বি-নেমড’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০০:০৪
Share:

হতে পারেন দুষ্টু লোক, তাই বলে পপুলার হতে বাধা কোথায়? মার্কিন মুলুকে ভিলেন নিয়ে এক ভোটাভুটিতে দেখা গেল, তেনারা জনপ্রিয়তায় বেশ খানিকটা এগিয়ে। ‘হ্যারি পটার’ সিরিজের মহাভিলেন লর্ড ভোলডেমর্টকে ভিলেনকুলের বেতাজ বাদশা হিসেবে প্রমাণ করল এই ভোট। দেখা গেল, প্রাক্তন প্রেসিডেস্ট-পুত্র জেব বুশ-সহ অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের চাইতেও বেশি জনপ্রিয় ‘হি-হু-মাস্ট-নট-বি-নেমড’।

Advertisement

তা, কারা এই ভোটচর্চায় প্রতিদ্বন্দ্বিতা করলেন ভোলডোমর্টের সঙ্গে?

ছিলেন টার্মিনেটর, ‘স্টার ওয়ারস’-এর ডার্থ ভেডার, এমনকী ‘জ্যস’-এর হাঙর বাবাজিও। সব থেকে বেশি ভোট পেলেন টার্মিনেটর। ডার্থ ভেডার বা হাঙরের স্কোরও উৎসাহব্যঞ্জক। বলাই বাহুল্য, এই নির্বাচন ছিল নেগেটিভ অ্যাপ্রুভাল-ভিত্তিক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন