অভিনেত্রী বৈজয়ন্তীমালা। ছবি: সংগৃহীত।
নেটদুনিয়ায় সকাল থেকেই আলোচনা শুরু হয়েছে। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বৈজয়ন্তীমালা নাকি অসুস্থ। কোথাও কোথাও এ রকমও দাবি করা হয়েছে, অভিনেত্রী নাকি প্রয়াত হয়েছেন! গুজব থামাতে অবশেষে সত্য জানাতে মুখ খুলল শিল্পীর পরিবার।
শুক্রবার বৈজয়ন্তীমালার পুত্র সুচিন্দ্র বালি সমাজমাধ্যমে একটি বিবৃতি পোস্ট করে জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেত্রী সুস্থ আছেন। সুচিন্দ্র লেখেন, ‘‘বৈজয়ন্তীমালা সুস্থ আছেন। তার বাইরে যে কোনও খবরের কোনও সত্যতা নেই। গুজব ছড়ানোর আগে দয়া করে খবরের সত্যতা যাচাই করে নিন।’’
বৈজয়ন্তীমালার বয়স এখন ৯১ বছর। জানুয়ারি মাসে চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে অভিনেত্রী ভরতনাট্যম পরিবেশন করেন। অনুরাগীদের একাংশ তাই সমাজমাধ্যমে অভিনেত্রীর মৃত্যুর গুজব ছড়াতেই হতবাক হয়েছেন। এক জন লেখেন, ‘‘এই খবর কি সত্য? কয়েক মাস আগেও অত সুন্দর নৃত্য পরিবেশন করেছেন বৈজয়ন্তীমালা। তার পর এ রকম খবর বিশ্বাস করতে চাই না!’’
চল্লিশের দশকে তামিল ছবিতে অভিনয় শুরু করলেও ১৯৫১ সালে মুক্তি পায় বৈজয়ন্তীমালা অভিনীত প্রথম হিন্দি ছবি ‘বাহার’। ‘দেবদাস’, ‘গঙ্গা যমুনা’, ‘মধুমতী’, ‘সঙ্গম’, ‘জুয়েল থিফ’ তাঁর উল্লেখযোগ্য ছবি। বিয়ের পর কেরিয়ারের শীর্ষে থাকাকালীন অভিনয় জীবন থেকে বিদায় নেন তিনি।