Entertainment News

শারীরিক হেনস্থাকারীর নাম প্রকাশ্যে আনলেন কঙ্গনা?

কঙ্গনার কথায়, ‘‘আমি ওর মেয়ের থেকেও এক বছরের ছোট ছিলাম। আমি ওর স্ত্রীয়ের কাছে গিয়ে বলেছিলাম, আমাকে বাঁচান। কারণ এতটাই ছোট ছিলাম যে আমার সঙ্গে যা ঘটেছিল তা বাবা-মাকেও বলতে পারিনি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭ ১৯:২০
Share:

কঙ্গনা রানাওয়াত। ছবি: কঙ্গনার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

জীবন নিয়ে কোনও লুকোচুরি নেই তাঁর। লুকোচুরি নেই ব্যক্তিগত সম্পর্ক নিয়েও। তিনি কঙ্গনা রানাওয়াত। দিন কয়েক আগেই, নিজের ১৭ বছর বয়সে বাবার বয়সী একজনের কাছে শারীরিক ভাবে হেনস্থা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন নায়িকা। এ বার সম্ভবত সেই ব্যক্তির নামও ফাঁস করলেন তিনি!

Advertisement

আরও পড়ুন, ‘মেয়েরা যে কোনও সময় প্রেগন্যান্ট হয়ে পড়ে, আমারও ভয় ছিল’

ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, কঙ্গনা যে ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি আদিত্য পাঞ্চোলি। সে সময় নাকি আদিত্যর স্ত্রী জারিনা ওয়াহাবের কাছে সাহায্যের জন্যও গিয়েছিলেন কঙ্গনা। কিন্তু জারিন তাঁকে ফিরিয়ে দেন। কঙ্গনার কথায়, ‘‘আমি ওর মেয়ের থেকেও এক বছরের ছোট ছিলাম। আমি ওর স্ত্রীয়ের কাছে গিয়ে বলেছিলাম, আমাকে বাঁচান। কারণ এতটাই ছোট ছিলাম যে আমার সঙ্গে যা ঘটেছিল তা বাবা-মাকেও বলতে পারিনি।’’ কিন্তু জারিন সে সময় তাঁকে কোনও সাহায্য করেননি বলে অভিযোগ করেছেন কঙ্গনা।

Advertisement

আরও পড়ুন, ‘বাবার বয়সী একটা লোক আমাকে শারীরিক ভাবে হেনস্থা করেছিল’

এর পর বাধ্য হয়ে কঙ্গনা পুলিশের সাহায্য চেয়েছিলেন। সে সময় শুধুমাত্র ওয়ার্নিং দিয়েই নাকি আদিত্যকে ছেড়ে দেয় পুলিশ।

একটি অনুষ্ঠানে আদিত্য ও কঙ্গনা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement