Sachin Tendulkar

শিল্পা শিরোদকরের সঙ্গে প্রেম ছিল সচিন তেন্ডুলকরের? ক্রিকেট তারকা নিজেই মুখ খোলেন বিতর্কে

স্ত্রী অঞ্জলির সঙ্গে সুখে সংসার করছেন তিনি। দুই সন্তান সারা ও অর্জুনও এখন পরিচিত মুখ। এর মধ্যেই সচিনের পুরনো সম্পর্ক শিরোনামে। অঞ্জলির সঙ্গে বিয়ের আগে নাকি শিল্পা শিরোদকরের সঙ্গে সম্পর্কে ছিলেন সচিন তেন্ডুলকর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১১:১৯
Share:

শিল্পার সঙ্গে সম্পর্কে ছিলেন সচিন? ছবি: সংগৃহীত।

ভারতীয় ক্রিকেট জগৎ অসম্পূর্ণ সচিন তেন্ডুলকরের নাম ছাড়া। ক্রিকেট জগতের বাইরে তাঁকে নিয়ে তেমন কোনও বিতর্ক শোনা যায় না। স্ত্রী অঞ্জলির সঙ্গে সুখে সংসার করছেন তিনি। দুই সন্তান সারা ও অর্জুনও এখন পরিচিত মুখ। এর মধ্যেই সচিনের পুরনো সম্পর্ক শিরোনামে। অঞ্জলির সঙ্গে বিয়ের আগে নাকি শিল্পা শিরোদকরের সঙ্গে সম্পর্কে ছিলেন সচিন তেন্ডুলকর।

Advertisement

গত বছর ‘বিগবস্‌’ থেকে ফের চর্চায় উঠে এসেছেন শিল্পা। এক সময়ে বলিউডের অতি পরিচিত মুখ ছিলেন তিনি। ‘গোপী কিষান’, ‘আঁখে’র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাঁর সঙ্গে সচিনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল বলিউডে। এই প্রসঙ্গে শিল্পা নিজেও এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন।

শিল্পাকে সচিন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি যখন ‘হম’ ছবিতে কাজ করছি, সচিনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। কারণ সচিন যেখানে থাকতেন, তার পাশেই থাকেন আমার তুতো ভাই। আমার ভাই সচিনের সঙ্গে ক্রিকেট খেলত পূর্ব বান্দ্রায়। এই ভাবেই একদিন সচিনের সঙ্গে আমার সাক্ষাৎ। কিন্তু তত দিনে সচিন অঞ্জলির সম্পর্কের সূচনা হয়ে গিয়েছে। কিন্তু কেউ জানতেন না সেটা। আমরা বন্ধু ছিলাম বলে জানতে পেরেছিলাম।”

Advertisement

তা হলে শিল্পার সঙ্গে কেন গুঞ্জন ছড়িয়েছিল? অভিনেত্রী উত্তর দেন, “আসলে এক অভিনেত্রী একজন ক্রিকেটারের সঙ্গে দেখা করছেন। আর সেই ক্রিকেটার হলেন সচিন তেন্ডুলকর! তাই মানুষের পক্ষে এই সব বলা খুব সহজ হয়ে গিয়েছিল। আমার ওঁর সঙ্গে মাত্র একবার দেখা হয়েছিল।”

এই গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন সচিনও। তাঁকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, নিজের বিষয়ে সবচেয়ে অবান্তর গুজব কোনটা শুনেছেন? উত্তরে সচিন বলেছিলেন, “আমি আর শিল্পা শিরোদকর নাকি প্রেম করছি।”

উল্লেখ্য, ‘হম’ ছবিতে অমিতাভ বচ্চন, রজনীকান্ত, গোবিন্দের সঙ্গে অভিনয় করেছিলেন শিল্পা শিরোদকর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement