দর পড়ল সলমনের। ছবি: সংগৃহীত।
শুরু হয়ে গিয়েছে ‘বিগবস্ ১৯’-এর প্রস্তুতি। কারা থাকছেন এ বারের রিয়্যালিটি শোয়ে, তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। এই বারের সিজ়নে নাকি থাকবে বিশেষ চমক। সবচেয়ে দীর্ঘ সিজ়ন হতে চলেছে এটি। তাই এ বার সলমন খানের পারিশ্রমিকেও থাকছে চমক। প্রতি বছরই এই অনুষ্ঠানে সঞ্চালনা করার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক পান তিনি।
জানা যাচ্ছে, এ বার গোটা সিজ়নের জন্য ১২০ কোটি থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন সলমন। ‘বিগবস্’ অনুষ্ঠান নিয়ে দর্শকের উত্তেজনা থাকে তুঙ্গে। বিশেষ করে সপ্তাহান্তে বকুনি দিতে হাজির হন সলমন। সেই পর্বগুলির টিআরপি বৃদ্ধি পায় হু হু করে। তবে সলমনের অনুপস্থিতিতে বাইরে থেকে আসেন সঞ্চালকেরা। যেমন কর্ণ জোহর ও ফারহা খানের মতো প্রযোজকেরা আসেন সলমনের অনুপস্থিতিতে। এ বারের সিজ়নে ১৫টি সপ্তাহের সঞ্চালনা করবেন অভিনেতা। প্রতি সপ্তাহের জন্য ৮ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন তিনি।
এ বারের সিজ়নের পর্বগুলি প্রথমে আসবে ওটিটি মঞ্চে। তার পর দেখা যাবে ছোট পর্দায়। শোনা যাচ্ছে, আগের সিজ়নগুলিতে যা বাজেট ছিল তার চেয়ে এ বারের সিজ়নের বাজেট বেশ খানিকটা কম। সলমনের পারিশ্রমিকের পরিমাণও কমেছে। ‘বিগবস্ ১৮’-তে সলমন পারিশ্রমিক পেয়েছিলেন ২৫০ কোটি টাকা। ‘বিগবস্ ১৭’-র জন্য সলমন ২০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। তাই দর্শকের অনুমান, এ বার সলমন ছাড়া অন্য সঞ্চালকদের আরও বেশি করে দেখা যাবে।
শোনা যাচ্ছে, এ বার ‘বিগবস্ ১৯’-এ গৌতমী কপূর, ধীরজ ধূপর, অলিশা পনওয়ার, খুশি দুবে, গৌরব তনেজা, মিস্টার ফইসু, অপূর্ব মখিজা, পূরব ঝা, গৌরব খন্না, ধনশ্রী বর্মা, শ্রীরাম চন্দ্র, অর্শিফা খান প্রমুখ।