Tanushree Dutta

বাড়িতেই হেনস্থা হওয়ার আগে টানা এক বছর আশ্রমে থাকেন! কেন বৌদ্ধ ধর্মের শরণাপন্ন হন তনুশ্রী?

কখনও মন্দিরে গিয়ে পুজো দেন। কখনও আবার তাঁকে ধর্মীয় মন্ত্রপাঠ করতে দেখা যায়। কিন্তু কেন হঠাৎ এই বদল আসে তাঁর মধ্যে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৩:২৫
Share:

তনুশ্রী দত্ত কেন এত ভেঙে পড়েছেন? ছবি: সংগৃহীত।

নিজের বাড়িতেই হেনস্থা হচ্ছেন তনুশ্রী দত্ত। ক্যামেরার সামনে এসে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। জানিয়েছেন গত চার পাঁচ বছর ধরে তিনি হেনস্থার শিকার হচ্ছেন। অনবরত তাঁর বাড়ির সামনে এসে হেনস্থা করা হচ্ছে। এমনকি পরিচারিকার বেশ ধরে এসে তাঁর ক্ষতি করার চেষ্টাও করেছেন অনেকে। সমাজমাধ্যমে ভিডিয়ো করে সাহায্য চেয়েছেন অভিনেত্রী।

Advertisement

গত কয়েক বছরে আধ্যাত্মিকতাতেও ডুব দিয়েছিলেন তনুশ্রী। ২০২৩ সাল থেকে ধর্মীয় আচার নিয়ে ব্যস্ত হন তিনি। কখনও মন্দিরে গিয়ে পুজো দেন। কখনও আবার তাঁকে ধর্মীয় মন্ত্রপাঠ করতে দেখা যায়। কিন্তু কেন হঠাৎ এই বদল এল তাঁর মধ্যে?

২০০৫ সালে তনুশ্রী অভিনীত ‘আশিক বনায়া আপনে’ ঝড় তুলেছিল। তার পরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে বলিউড থেকে দূরে সরে যান তিনি। ২০১৮ সালে তিনি আবার শিরোনামে উঠে আসেন। সেই সময়ে তিনি অভিযোগ করেন, নানা পটেকর তাঁকে ‘হর্ন ওকে’ ছবির সময়ে যৌন হেনস্থা করেছিলেন। সেই সময়ে বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তবে এই মামলায় ২০১৯–এই অব্যাহতি পান নানা পটেকর। এর পরেই আধ্যাত্মিকতার পথ খুঁজতে থাকেন তনুশ্রী। এক বছরের বেশি একটি আশ্রমেও থেকেছেন তিনি।

Advertisement

এই সময়ে জনসমক্ষে আসা কমিয়ে দিয়েছিলেন তনুশ্রী। লাদাখে বৌদ্ধধর্মের থেকে শিক্ষা নেওয়ার পথেও গিয়েছিলেন তিনি। নিয়মিত ধ্যান করতেন। নানা ভাবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছেন। কিন্তু মঙ্গলবার আর নিজেকে সামলাতে না পেরে ক্ষোভ উগরে দেন তিনি। তনুশ্রী কাঁদতে কাঁদতে বলেন, ‘‘আমাকে নিজের বাড়িতেই হেনস্থার শিকার হতে হচ্ছে। সেই ২০১৮ সাল থেকে চলছে। আর পারছি না। আমি পুলিশকে ফোন করেছি। তাঁরা এসে বললেন থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিতে। হয়তো কাল যাব থানায় লিখিত অভিযোগ জমা দিতে। গত পাঁচ বছর ধরে হেনস্থার শিকার আমি। আমার শরীর খুব খারাপ। বাড়িতে কোনও সাহায্যের লোক নেই। একাই সব কাজ করি। কেউ আমাকে সাহায্য করুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement