শ্রীলেখা মিত্র কি ভালবাসতেন ফেরদৌসকে? ছবি: ফেসবুক।
বাংলাদেশ ও টলিউডের নায়ক-নায়িকাদের বন্ধুত্ব বা প্রেম নতুন নয়। এ রকম গুঞ্জন দুই বাংলার বিনোদন দুনিয়ার অন্দরে কান পাতলে প্রায়ই শোনা যায়। মঙ্গলবার সকাল থেকে এমনই এক গুঞ্জন চর্চায়। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে নাকি শ্রীলেখা মিত্রের প্রেম ছিল! ও পার বাংলার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরে গুঞ্জনের আঁচ ছড়িয়েছে টলিউডেও।
সত্যিই কি আপনার সঙ্গে ফেরদৌসের সম্পর্ক ছিল? পরিচালক-অভিনেতা শ্রীলেখাকে সরাসরি প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। অভিনেত্রীর জবাব, “পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি ছবির জন্য আমার নাম বলেছিলেন। ছবির নাম ‘সিংহ পুরুষ’। ওই ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিল ফেরদৌস। ছবির সূত্রে বাংলাদেশে যাওয়া। ওর সঙ্গে পরিচয়।” অভিনেতা তখন পড়াশোনার পাশাপাশি অভিনয় করছেন। শান্ত, নম্র স্বভাবের ফেরদৌসকে দেখে ভাল লেগেছিল শ্রীলেখার।
কলকাতায় ফেরার পর অভিনেত্রীর কাছে একাধিক পরিচালকের ফোন আসে। তাঁদের অন্যতম বাসু চট্টোপাধ্যায়। তিনি ‘হঠাৎ বৃষ্টি’ বলে একটি ছবি করবেন। নায়িকা শ্রীলেখা। নায়ক খুঁজছেন। অভিনেত্রীর দাবি, “ফেরদৌসের কথা বাসুদাকে বলি। আমার সূত্রেই ও টলিউডে পা রাখে।” অত্যন্ত ভদ্র, সুপুরুষ অভিনেতার সঙ্গে কাজের সুবাদে বন্ধুত্ব হয়েছিল অভিনেত্রীর। “তার মানেই কি প্রেম! কারও নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক, প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।”
শ্রীলেখার আরও দাবি, পরে আর তেমন যোগাযোগ ছিল না ফেরদৌসের সঙ্গে। কালেভদ্রে দেখা হলে কথা হত। এখন সেই যোগসূত্রও ছিন্ন।