Entertainment News

‘তুমি এলে পূর্বরাগের প্রথম পাঠে…’, দেখুন পাওলি-শিবপ্রসাদের কেমিস্ট্রি

গত মার্চে ওয়ার্ল্ড স্পিচ ডে-র দিনে মুক্তি পেয়েছিল আসন্ন এই ছবির প্রথম পোস্টার। সোশ্যাল মিডিয়ায় পোস্টারের ক্যাপশনে লেখা ছিল, ‘কণ্ঠ ছাড়ো জোরে...।’ যা এক সদর্থক ভাবনারই অঙ্গ। এ ছবির প্রযোজনার দায়িত্বে ‘উইন্ডোজ’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১৭:৩৯
Share:

গানের দৃশ্যে শিল্পীরা।

হাউজ পার্টি। আনন্দ করছেন বন্ধুরা। গান গাইছেন প্রসেন। রয়েছেন শিবপ্রসাদ, পাওলি, কনীনিকা প্রমুখ। এ ছবি ‘কণ্ঠ’র। সদ্য মুক্তি পেল এ ছবির নতুন গান ‘তুমি তো গান বানানোর কারণ হলে…।’

Advertisement

গত মার্চে ওয়ার্ল্ড স্পিচ ডে-র দিনে মুক্তি পেয়েছিল আসন্ন এই ছবির প্রথম পোস্টার। সোশ্যাল মিডিয়ায় পোস্টারের ক্যাপশনে লেখা ছিল, ‘কণ্ঠ ছাড়ো জোরে...।’ যা এক সদর্থক ভাবনারই অঙ্গ। এ ছবির প্রযোজনার দায়িত্বে ‘উইন্ডোজ’।

পরিচালকের চেয়ারে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের জুটি মানেই নতুন কিছুর আশায় থাকেন দর্শক। এই ছবিতে শিবপ্রসাদ এবং পাওলি দাম কে অনস্ক্রিন দম্পতি হিসেবে দেখা যাবে। এক নতুন জুটিকে পাবে ইন্ডাস্ট্রি। ক্যানসার কী ভাবে এক রেডিও জকির জীবন, তথা স্বপ্নকে শেষ করে দেয় তাকে ঘিরেই এগিয়েছে গল্প। হয়তো সেই অন্ধকার থেকে উত্তরণের পথও দেখায়।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

জয়া আহসান রয়েছেন এক স্পিচ থেরাপিস্টের ভূমিকায়। ক্যামেরার দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভড়। সব মিলিয়ে আরও একটা নতুন বিষয়কে দর্শক পর্দায় দেখতে পাবেন বলেই মনে করছেন টলি পাড়ার একটা বড় অংশ।

আরও পড়ুন, ভাল নেই প্রিয়ঙ্কা, আপাতত গৃহবন্দি

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement