Entertainment News

ঐশ্বর্যার মতো ছোট থেকেই কোন কাজে আগ্রহী আরাধ্যা?

আরাধ্যা বচ্চনও যে নাচে দক্ষতা প্রমাণ করবে, তা তো স্বাভাবিক। ঐশ্বর্যার মতোই ছোট থেকে নাচে আগ্রহী আরাধ্যা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ১২:৩২
Share:

আরাধ্যা বচ্চন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

দাদু অর্থাত্ অমিতাভ বচ্চনের নাচের স্টেপ এক সময় ফলো করত ইন্ডাস্ট্রি। মা অর্থাত্ ঐশ্বর্যা রাই বচ্চনের নাচ মুগ্ধ হয়ে দেখেন দর্শক। ফলে আরাধ্যা বচ্চনও যে নাচে দক্ষতা প্রমাণ করবে, তা তো স্বাভাবিক। ঐশ্বর্যার মতোই ছোট থেকে নাচে আগ্রহী আরাধ্যা।

Advertisement

সম্প্রতি আরাধ্যার নাচের পারফরম্যান্স দেখল সোশ্যাল মিডিয়া। গত শুক্রবার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে পারফর্ম করেছে আরাধ্যা। মুম্বইয়ের দ্য ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া খুদে বচ্চন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ওই দিন আরাধ্যার অনুষ্ঠান দেখতে স্কুলে হাজির ছিলেন অভিষেক ও ঐশ্বর্যা। তাঁদের সঙ্গে গিয়েছিলেন জয়া বচ্চন এবং কৃষ্ণা রাই। আরাধ্যা স্টেজে ওঠার পরই দর্শকাসন থেকে নাতনিকে উত্সাহ দিতে থাকেন জয়া ও কৃষ্ণা। তাইল্যান্ডে বিজয় কৃষ্ণ আচার্যর ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এর শুটিংয়ে ব্যস্ত থাকায় হাজির ছিলেন না অমিতাভ।

Advertisement

আরও পড়ুন, আরাধ্যার মতো আচরণ করো না, ঐশ্বর্যাকে কখন বলেছিলেন অমিতাভ?

ওই স্কুলেই শাহরুখ খান, হৃতিক রোশন, করিশ্মা কপূর, রবিনা টন্ডনের মতো বলি সেলেবদের সন্তানরাও পড়াশোনা করে। ফলে অ্যানুয়াল প্রোগ্রামে সন্তানদের সঙ্গে নিয়ে হাজির ছিলেন প্রথম সারির বেশ কিছু বলি সেলেব।

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান?সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান?সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন’

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান?সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement