সদ্য মুক্তি পেয়েছে পূজা ভট্টের ক্যাবারে ছবির টিজার। পানি পানি গানে চমকে দিয়েছেন রিচা চাড্ডা। তবে জানেন কি এই রোল করতে বেশ ঝুঁকি নিয়েছিলেন রিচা?
টিজার মুক্তি পাওয়ার পর টুইটারে প্রতিক্রিয়া দেখে রিচা বলেছেন, সবার ক্যাবারে টিজার এত ভাল লেগেছে দেখে আমি অবাক। চরিত্রটা খুবই ইন্টেরেস্টিং। তবে আমার কাছে গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করা বেশ ঝুঁকির কাজ। এই ছবিতে ক্যাবারে ডান্সারের ভূমিকায় অভিনয় করেছেন রিচা।
ইউটিউব বলছে, দু’দিন ২ মিলিয়ন ভিউ হয়েছে এই টিজার। গ্যাংস অফ ওয়াসেপুর, মাসান খ্যাত রিচা এই প্রথম এই ধরনের চরিত্র অভিনয় করছেন।
দেখুন টিজার