B Praak

‘মাটিতে পুঁতে দেব’! সলমনের পরে বি প্রাকের কাছে হুমকি-ফোন, চাওয়া হল কত কোটি টাকা?

৫ জানুযারি বি প্রাকের সহকারী দিলনুরের কাছে একটি হুমকি-ফোন আসে। গায়ককে এক সপ্তাহ সময় দিয়ে কত কোটির দাবি করা হল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৩:৩৮
Share:

(বাঁ দিকে) সলমন খান, (ডান দিকে) বি প্রাক। ছবি: সংগৃহীত।

গত দেড় বছর ধরে ক্রমাগত সলমন খানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে লরেন্স বিশ্নোই। এর মাঝেই মহারাষ্ট্রের রাজনীতিক বাবা সিদ্দীকীকেও খুন করে এই দলের সদস্যেরা। শুধু তা-ই নয়, এই বিশ্নোই দলের বিরুদ্ধেই পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুন করার অভিযোগও রয়েছে। এ বার তাঁদের নিশানায় পঞ্জাবি গায়ক বি প্রাক।

Advertisement

বি প্রাক মানেই গানের প্রতিটি পংক্তিতে সুফিয়ানা আর পঞ্জাবি সুরের মেলবন্ধন। ‘অ্যানিম্যাল’ ছবির ‘সারি দুনিয়া জ্বালা দেঙ্গে’ কিংবা ‘কেসরী’ ছবির ‘তেরি মিট্টি’ গান শুনলেই তা বোঝা যায়। একের পর এক হিট গান দিয়েছেন তিনি। এ বার তাঁর কাছে এল হুমকি ফোন, ১০ কোটি টাকা না দিলে মাটিতে পুঁতে দেওয়া হবে গায়ককে। ইতিমধ্যেই মোহালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথম ফোনটা আসে ৫ জানুযারি বি প্রাকের সহকারী দিলনুরের কাছে। প্রথম দিনে তিনি ফোন তোলেননি। দ্বিতীয় দিন একটি বিদেশি নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হলে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা।

তবে এখানেই থামেনি তারা। শেষে অর্জু বিশ্নোই একটি ভয়েস নোট পাঠান দিলনুরের ফোনে। সেখানেই তিনি বলেন, ‘‘এই বার্তাটা বি প্রাকের কাছে পাঠিয়ে দেবেন। ওঁর কাছে একটা সপ্তাহ রয়েছে। আমরা ১০ কোটি টাকা চাই। সেই সঙ্গে গায়ককে অন্য কোনও দেশে চলে যেতে বলুন।’’ মোহালি পুলিশের এসপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন গায়ক। এই মামলার তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement