অবশেষে মুক্তি পেল সঞ্জয় লীলা বনশালীর বহু প্রতীক্ষিত ‘বাজিরাও মস্তানি’-র পিঙ্গা গানটি। চিরপরিচিত বনশালী স্টাইলে লার্জার দ্যান লাইফ সেটে মারাঠি ডান্সফর্ম লাভনির ছন্দে কোমর দুলিয়েছেন দুই বি-টাউন ডিভা প্রিয়াঙ্কা চোপরা ও দীপিকা পাড়ুকোন। ট্র্যাডিশনল মরাঠি পোশাকে রূপে-নাচে একে অপরকে টেক্কা দিয়েছেন তাঁরা। কোরিওগ্রাফার রেমো ডি’সুজার কড়া নজরদারিতে মুম্বইয়ে টানা ১০ দিন এই নাচের শুটিং চলেছে। তবে ভিডিও সাফ জানাচ্ছে, ‘পিঙ্গা’-তে ‘ডোলা রে’-র ছাপ স্পষ্ট।