বুধবার মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ‘সুলতান’। আর প্রথম দিনেই ছবিটি দেখে ফেলেছেন আমির খান। ইদের দিন মুম্বইয়ে সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাত্কারে ‘সুলতান’-এর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন আমির। ছবিতে অনুষ্কা, সলমনের কাজের প্রশংসা করে আমির বলেন, “এটি একটি অসামান্য ছবি। ছবিটির ডায়লগ, স্ক্রিন প্লে, চিত্রনাট্য— সবকিছুই খুব ভাল। ছবিটি দেখতে দেখতে আমি কখনও কেঁদেছি, কখনও হেসেছি। ছবিটির কোথাও কোনও খুঁত নেই। ছবিটির সম্পর্কে যত প্রশংসা হচ্ছে, সেটা তার প্রাপ্য।” তিনি আরও বলেন, “ছবিটি আমার ‘পিকে’র থেকেও অনেক বেশি সাফল্য পাবে। আমি নিজে সলমনকে মেসেজ করে জানিয়েছি।”
এর পর সলমনের সঙ্গে তাঁর তুলনা করে একটি প্রসঙ্গের উত্থাপন করা হতেই আমির সাংবাদিকদের বলেন, “সলমন একজন বিরাট বড় স্টার। তাঁর সঙ্গে আমার কোনও তুলনাই হতে পারে না।”
এ বার দেখে নেওয়া যাক আমির খানের সাক্ষাত্কারের সেই ভিডিও।
আরও পড়ুন...
একা কুম্ভ সলমনেই রক্ষা পেল সুলতান
দেখুন ভিডিও: