Entertainment News

কেমন হবে ‘সন্ন্যাসী রাজা’র শেষ পর্ব? দেখুন ভিডিয়ো

গল্প অনুযায়ী এখনও বিম্ববতী এবং মেজকুমারের বিরোধিতা করে চলেছেন চিকিত্সক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ১২:৫২
Share:

‘সন্ন্যাসী রাজা’র একটি দৃশ্য। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ন্যাসী রাজা।’ দীর্ঘ কয়েক মাস ধরে বিম্ববতী, মেজকুমার মন ভরিয়েছিলেন দর্শকদের। নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল রাজ পরিবারের চিকিত্সককে। সেই টানটান কাহিনি এ বার শেষের পথে।

Advertisement

গল্প অনুযায়ী এখনও বিম্ববতী এবং মেজকুমারের বিরোধিতা করে চলেছেন চিকিত্সক। কিন্তু শেষ পর্যন্ত কি চিকিত্সকের মুখোশ খুলতে পারবেন বিম্ববতী? গ্রামবাসীদের সামনে তাঁর কুকীর্তি ফাঁস হবে কি? সব কিছুই জানা যাবে শেষ অধ্যায়ে। যার প্রোমো সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিম্ববতী ওরফে অভিনেত্রী অদ্রিজা রায়

এই ধারাবাহিক সমৃদ্ধ হয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে। এ ছাড়া সাহেব চট্টোপাধ্যায়, অদ্রিজা রায়কে একেবারে অন্য লুকে দর্শক পেয়েছিলেন। সব মিলিয়ে জনপ্রিয় এই ধারাবাহিকের শেষ হওয়ার খবরে মনখারাপ দর্শকদের একটা বড় অংশের।

Advertisement

আরও পড়ুন ‘ক্রিসক্রস’এর চরিত্রদের চিনে নিন টিজারে

আরও পড়ুন ‘ক্রিসক্রস’এর চরিত্রদের চিনে নিন টিজারে 😔❤️ 😇 ❤️ (_)

😔❤️ 😇

❤️ (_)

আরও পড়ুন ‘ক্রিসক্রস’এর চরিত্রদের চিনে নিন টিজারে 😔❤️ 😇

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement