Entertainment News

পার্নো এ বার সাংবাদিক, সৌজন্যে ‘চুপকথা’

সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন পার্নো মিত্র। অন্যান্য চরিত্রে শতাফ ফিগার, মৈনাক বন্দ্যোপাধ্যায়ের অভিনয় সমৃদ্ধ করেছে ‘চুপকথা’কে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ০০:১০
Share:

পার্নো মিত্র। ছবি: ফেসবুকের সৌজন্যে।

কার্শিয়াং। হারিয়ে গিয়েছে একটি শিশু। খোঁজ চলছে তার। পুলিশ তো ছিলই। পাশাপাশি এই ঘটনায় জড়িয়ে পড়েন সাংবাদিক শিবাঙ্গী। তার পর?

Advertisement

ঠিক এ ভাবেই ওয়েব সিরিজ ‘চুপকথা’র গল্পকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক ঋক বসু। গল্প অনুযায়ী হারিয়ে যাওয়া মেয়েটিকে খুঁজে পাওয়ার সূত্র একটি মোবাইল এবং একটি অদ্ভুত বাড়ি। মেয়েটির হারিয়ে যাওয়ার রহস্যে জড়িয়ে পড়েন ওই সাংবাদিক। শেষ পর্যন্ত কি মেয়েটিকে খুঁজে দিতে পারবেন তিনি?

হইচই প্ল্যাটফর্মে আগামী ১৮ অগস্ট থেকে শুরু হবে এর স্ট্রিমিং। সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন পার্নো মিত্র। অন্যান্য চরিত্রে শতাফ ফিগার, মৈনাক বন্দ্যোপাধ্যায়ের অভিনয় সমৃদ্ধ করেছে ‘চুপকথা’কে। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, এ গল্পে রয়েছে বেশ কিছু টুইস্ট। সব মিলিয়ে রহস্যে বুনোটে জমাটি অভিনয় দেখার প্রত্যাশায় রয়েছেন দর্শক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement