Entertainment News

‘সোনাটা’য় নতুন বন্ধুত্বের গল্প বলবেন অপর্ণা

মেয়েদের কথা বরাবরই তিনি ভাল আঁকেন। না! রং তুলিতে নয়। আঁকেন ক্যামেরার প্রতিটি ফ্রেমে। গল্প বলেন আটপৌরে ঢঙে। তিনি অপর্ণা সেন। ফের মেয়েদের কথা বলছেন তিনি। সৌজন্যে তাঁর নতুন ছবি ‘সোনাটা’। সদ্য মুক্তি পেল এ ছবির ট্রেলর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ১৫:৫০
Share:

ছবির একটি দৃশ্যে অপর্ণা ও শাবানা।

মেয়েদের কথা বরাবরই তিনি ভাল আঁকেন। না! রং তুলিতে নয়। আঁকেন ক্যামেরার প্রতিটি ফ্রেমে। গল্প বলেন আটপৌরে ঢঙে। তিনি অপর্ণা সেন। ফের মেয়েদের কথা বলছেন তিনি। সৌজন্যে তাঁর নতুন ছবি ‘সোনাটা’। সদ্য মুক্তি পেল এ ছবির ট্রেলর।

Advertisement

আরও পড়ুন, এই উঠতি মডেলকে বিয়ে করতে চলেছেন করিশ্মার প্রাক্তন স্বামী!

মরাঠি সাহিত্যিক মহেশ এলকুঞ্চওয়ারের ‘সোনাটা’ নাটকের উপর ভিত্তি করে এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন অপর্ণা। ‘সোনাটা’ নামে বিথোভেনের একটি সুরও আছে। অবিবাহিত মধ্যবয়স্কা তিন নারী, যাঁরা এক সঙ্গে এক জায়গায় থাকেন। পরম বন্ধু তিন জন। অপর্ণা সেন এই ছবিতে সংস্কৃতের প্রফেসর। তাঁর চরিত্রের নাম অরুণা চতুর্বেদী। দোলন সেন নামে এক ব্যাঙ্কারের চরিত্রে দেখা যাবে শাবানা আজমিকে। সুভদ্রা নামের একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন লিলেট দুবে।

Advertisement

ইংরেজি ভাষার এই ছবিতে দু’টো রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন শাবানা। অপর্ণার কথায়, ‘‘অরুণা, দোলন এবং সুভদ্রাকে আমি খুব কাছ থেকে দেখেছি। ছবিতে এঁরা মুম্বইতে থাকে। মুম্বইকে বেছে নিয়েছি, কেননা মেট্রো সিটির রঙে এঁদের জীবন কতটা রঙিন সেটা দেখা আমার কাছে খুবই জরুরি ছিল। এঁদের চরিত্রে আমি একটা অন্য মাত্রাও দিতে চেয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন