Entertainment News

পরিচালক, মাফিয়ারাজ, যৌনতা… মুক্তি পেল ‘ধানবাদ ব্লুজ’-এর টিজার

বহু উপকরণের মিশেলে মুক্তি পেল সৌরভ চক্রবর্তীর আসন্ন ওয়েব সিরিজ ‘ধানবাদ ব্লুজ’-এর টিজার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ১৪:১৩
Share:

‘ধানবাদ ব্লুজ’-এর টিজারের একটি দৃশ্য।

সশব্দ বিস্ফোরণ। ধানবাদের ঝরিয়ায় গাড়িতে করে সহকারী সহ এক পরিচালকের যাত্রা। মাফিয়ারাজ। নেতা। যৌনতা…

Advertisement

বহু উপকরণের মিশেলে মুক্তি পেল সৌরভ চক্রবর্তীর আসন্ন ওয়েব সিরিজ ‘ধানবাদ ব্লুজ’-এর টিজার। রান্নাটা কেমন করেছেন তা জানার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা। সে দিন থেকেই ট্রিকস্টারের প্রযোজনায় এই ওয়েব সিরিজের স্ট্রিমিং শুরু হবে ‘হইচই’ প্ল্যাটফর্মে।

সৌরভ আগেই বলেছিলেন, ‘‘ধানবাদ ব্লুজ সব থেকে কঠিন প্রজেক্টগুলোর মধ্যে একটা। ডার্ক থ্রিলার। স্যাটায়ারও রয়েছে। মৃণাল সেন, এক ব্যর্থ পরিচালক। তাঁর কথায় কেউ পাত্তা দেয় না। কিন্ত ওঁর অ্যাসিস্ট্যান্ট মনে করেন, স্যর এক দিন ঠিক ভাল ছবি বানাতে পারবেন। জীবনে কোণঠাসা মুহূর্তে একটা অফার পান। ঝরিয়াতে একটা ছবি বানাতে হবে। মোটা টাকা দেবে। ঝরিয়া ধানবাদের খাদান এলাকা। মাফিয়া রাজ চলে। ওখানে পৌঁছে মৃণাল বুঝতে পারেন তাঁকে যে ছবিটা করতে ডাকা হয়েছে তার সঙ্গে তাঁর মূল্যবোধ, নীতি, আদর্শ মেলে না। কিন্তু বুঝতে পারেন, ছবিটা না বানালে প্রাণে বেঁচে ফিরতে পারবেন না। সেখান থেকে বেঁচে ফেরার গল্প। একটা ছবি বানাতে গিয়ে আর একটা ছবি বানানোর গল্প।’’

Advertisement

আরও পড়ুন, ইগো বুস্ট করতে কেউ তেল চায়, কেউ সেক্স, বলছেন শ্রীলেখা

মৃণালের চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত। তাঁর সহকারীর চরিত্রে দেখা যাবে শোলাঙ্কি রায়কে। দু’জনেরই এটা প্রথম ওয়েব সিরিজ। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অপরাজিতা আঢ্য, দিব্যেন্দু ভট্টাচার্য, ইমরান হাসনি, রূপাঞ্জনা মৈত্রর চরিত্রে সমৃদ্ধ এই ওয়েব সিরিজ।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement