সঙ্গমে নারীর সম্মতি-অসম্মতি নিয়ে তৈরি নয়া তথ্যচিত্র

সঙ্গম কি সব সময়ই নারী-পুরুষের দু’জনেরই সমান ইচ্ছেতে হয়? পুরুষের ইচ্ছেয় নারীরও সম্মতি থাকে? হয়তো মেয়েদের মনের কথা বুঝতে পারেন না তাঁর পার্টনার। আর এই জটিলতা থেকেই তৈরি হয় নানা ভুল বোঝাবুঝি। এই বিষয় নিয়েই একটি তথ্যচিত্র তৈরি করেছেন পরিচালক পারমিতা ভোরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৬ ১২:৫০
Share:

সঙ্গম কি সব সময়ই নারী-পুরুষের দু’জনেরই সমান ইচ্ছেতে হয়? পুরুষের ইচ্ছেয় নারীরও সম্মতি থাকে? হয়তো মেয়েদের মনের কথা বুঝতে পারেন না তাঁর পার্টনার। আর এই জটিলতা থেকেই তৈরি হয় নানা ভুল বোঝাবুঝি। এই বিষয় নিয়েই একটি তথ্যচিত্র তৈরি করেছেন পরিচালক পারমিতা ভোরা।

Advertisement

আরও পড়ুন

সঙ্গমের সময় মৃত্যু বৃদ্ধের, মৃতদেহে লিপ্ত অবস্থাতেই হাসপাতালে নিয়ে যেতে হল যৌনকর্মীকে

Advertisement

দরজা খুলে সঙ্গম করতে চান? প্রশ্ন ক্ষিপ্ত সেন্সর বোর্ড প্রধানের

দুই শিল্পী শকুন্তলা নাগেরকর ও মেঘা ঘ্যাজ তাঁদের নাচ, গান এবং অভিনয়ের মাধ্যমে এই তথ্যচিত্রে যৌনতায় নারীর সম্মতি ও অসম্মতি নানা দিক তুলে ধরেছেন৷ নারীর প্রকাশভঙ্গি বুঝতে না পারায় অনেকসময় তাঁদের সম্মতিকেও অসম্মতি বলে ভুল করেন পুরুষরা৷ পরিচালকের এই মেসেজ বেশ জনপ্রিয় হয়েছে সোশাল মিডিয়ায়।

দেখে নিন সেই ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement